এই মুহূর্তে জেলা

করোনা সংক্রমণের হটস্পট খুঁজতে রাজ্য সরকার সন্ধানী বলে একটি অ্যাপ তৈরি করেছে – মুখ্যমন্ত্রী।

নবান্ন,হাওড়া,৯ এপ্রিল:- রাজ্যে গত ২৪ ঘন্টায় আরো ১২ জন নভেল করনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই রোগে মৃতের সংখ্যা ৫। ইতিমধ্যেই সুস্থ ও মৃতদের বাদ দিয়ে এই মুহূর্তে ৮০ জন সংক্রমিত ব্যক্তি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নবান্নে আজ বিভিন্ন বণিকসভার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী একথা জানান। পাশাপাশি আগামীকাল সুস্থ হয়ে ওঠা আরও তিনজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।মুখ্যমন্ত্রী জানান, তেহট্টের যে পরিবারের একসঙ্গে পাঁচ জনের করোনা ধরা পড়েছিল, সেই পরিবারের একটি শিশুর দেহে এখনও সংক্রমণ রয়েছে। সেই কারণে তার মা সেরে উঠলেও তিনি এখনও বাড়ি ফিরতে পারেননি।

There is no slider selected or the slider was deleted.


রাজ্য সরকার কোরনা মোকাবিলায় এবং লকডাউনে ক্ষতিগ্রস্ত মানুষকে সুরাহা দিতে সবরকম প্রচেষ্টা চালাচ্ছে বলে মুখ্যমন্ত্রী উপস্থিত শিল্প প্রতিনিধিদের জানিয়েছেন। তাঁরাও বর্তমান সময়ে রাজ্য সরকারের ভূমিকার প্রশংসা করেন।মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে কোয়ারেন্টাইন সেন্টারের সংখ্যা বাড়ানো হচ্ছে। ৫৬২টা সরকারি সেন্টার ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। ৫১৮৮ জনকে এই সেন্টারগুলি থেকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে । ৪৪১৭ জন এখনও সরকারি সেন্টারেই রয়েছেন।

There is no slider selected or the slider was deleted.


অন্যদিকে করোনা সংক্রমণের হটস্পট খুঁজতে রাজ্য সরকার সন্ধানী বলে একটি অ্যাপ তৈরি করেছে বলে বৈঠকে মুখ্যমন্ত্রী জানান। তিনি বলেন আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে করোনা সংক্রমণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে। তা সরাসরি নবান্নে কেন্দ্রীয় সার্ভারে সংরক্ষিত হবে।একই সঙ্গে করোনা রোগীদের তথ্য বিশ্লেষণের জন্য একটি ডেটা অ্যানালিসিস সেল তৈরি করা হয়েছে। ৯ সদস্যের ওই কমিটি কলকাতা সহ জেলাগুলি থেকে সরকারের হয়ে করোনা সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করবে।রাজ্যের স্বাস্থ্য সেবা বিভাগের উপ অধিকর্তা ডাঃ অসিত বিশ্বাস ওই কমিটির নেতৃত্ব দেবেন।

There is no slider selected or the slider was deleted.