হুগলি,৮ এপ্রিল:- করোণা আতঙ্কে লকডাউন এরমধ্যে সাধারণ মানুষকে রেশন দেওয়ার কথা কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারই ঘোষণা করলেও রেশন কার্ড নিয়ে বিভ্রান্তিতে রিষড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। প্রসঙ্গত এই লকডাউন পরিস্থিতিতে কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ই বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছে। কিন্তু রিষরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ৪৮৪ টি কার্ড হাতে পেলেও কোথাও ঠিকানা নেই আবার কোথাও ভুল ঠিকানা ফোন নাম্বার তো আবার কারুর এ রাজ্যেরই নয়। ফোন করলে বলা হচ্ছে সেই নাম্বার গুলি নাকি ভিন রাজ্যের। এমত অবস্থায় রেশন কার্ড বণ্টনে চিন্তায় পড়েছেন রিষরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি ব্রহ্মদেও রুইদাস। কংগ্রেসের এই কাউন্সিলরের অভিযোগ এইভাবে চলতে থাকলে গরীব মানুষরা হয়তো রেশনই পাবেনা ।