এই মুহূর্তে জেলা

উত্তরপাড়ায় ২২ নং ওয়ার্ডের প্রায় ৪৩ জন শ্রমিকের নিজ নিজ বাড়ি যাবার আর্জি সরকারের কাছে।


 

প্রদীপ সাঁতরা,৮ এপ্রিল:- করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে দ্বিতীয় বার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় ২১ দিনের লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর আচমকা এমন ঘোষণায় স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশবাসী। এমত অবস্থায় ঘরবন্দী দিন কাটাচ্ছেন গোটা দেশ। বন্ধ কাজ, ফলে ভিন রাজ্যে কাজের তাগিদে থাকা শ্রমিকরা ঘরে ফিরতে উদ্যোগী হন। কারন নেই পর্যপ্ত খাবার ,ফলে দিন দিন অবস্থা ক্ষীণ হয়ে উঠেছে। লকডাউনে বন্ধ পরিবহন। তাই ভিটেয় ফেরার একমাত্র উপায় পায়ে হেঁটে। কেউ কেউ সাইকেলে করেও ফিরছেন। কিন্তু ফেরার পথটা সবার সমান দূরত্ব নয়। কিন্তু এতটা পথ অতিক্রম করতে গিয়ে মাঝ পথেই ‌না আটকে যায় উত্তরপাড়া কোতরং পৌরসভার অন্তর্গত ২২ নং ওয়ার্ডের চড়কতলায় প্রায় ৪৩ জন বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিক। সেই ভয়েই তারা অতি কষ্টে ও চিন্তায় পরে আছে এই চড়ক তলায়। তারা সবাই তাদের প্রিয়জনদের কাছে ফিরতে চায়। তাদের মধ্যে কিছু শ্রমিকএর মালদা জেলার কালিয়াগঞ্জ ও কিছু শ্রমিকএর বিহারের কাটিহার জেলায় বাড়ি। কিন্তু তারা কেউ ফিরতে পাচ্ছে না এই লোক ডাউন এর জন্য। এদিকে তাদের স্থানীয় প্রশাসন থেকে যে ত্রাণ সামগ্রী দেয়া হয়েছিলো সেটা দিয়ে কোনো রকমে দিন কাটছে। তাদের পকেটে যে টুকু পয়সা ছিলো তা দিয়ে খাবার তৈরি করার জন্য যেই টুকু সামগ্রী দরকার কিনেছে। কিন্তু যতো দিন যাচ্ছে সেই টাকা পয়সা তাদের আর নেই, কারণ নেই কোনো কাজকর্ম। শুধু বিতরণ করা চাল আলু দিয়ে তো আর খাবার হচ্ছে না। এই অবস্থায় এই অসহায় একাকী শ্রমিক রা পশ্চিমবঙ্গের সরকারের কাছে হাত জোর করে আর্জি জানাচ্ছে যে, তাদের যেনো নিজেদের পরিবারের আপনজনের কাছে ফিরে যাবার জন্য যথাযত ব্যবস্থা করে দেয়। এই মুহূর্তে তারা সম্পূর্ণ মেডিক্যাল নিয়ম মেনেই তাদের প্রিয়জনের কাছে ফিরতে চায়।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.