এই মুহূর্তে জেলা

পাথর বোঝাই লড়ি আটকে ধুমধুমার, লাঠিচার্জ পুলিশের।

 

কোচবিহার,৭ এপ্রিল:- কোরানা পরিস্থিতিতে দেশ জুড়ে লকডাউন থাকলেও কোচবিহারের মেখলিগঞ্জ ও হলদিবাড়ির মধ্যে নির্মীমান জয়ী সেতুর কাজে বাইরের থেকে পাথরভর্তি লরি আসছে মেখলিগঞ্জে৷ পুলিশ সেখানে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে ৷ পুলিশকেই লক্ষ্য করে ইঁট পাথর ছুড়ে বাসিন্দারা৷ উত্তেজনায় এক পুলিশ কর্মীও আহত হন বলে জানা যায় ৷ স্থানীয়দের অভিযোগ ঐ লকডাউন পরিস্থিতিতেও বিভিন্ন জায়গা থেকে বোল্ডার বোঝাই লরি নিয়ে আসা হচ্ছে মেখলিগঞ্জে। এতে ,কোরানা আতঙ্ক বাড়ছে৷ মঙ্গলবার লরি গুলির পথ আটকে প্রতিবাদে সামিল হন মেখলিগঞ্জ শহরের কিছূ বাসিন্দারা । তাদের দাবি এই পরিস্থিতিতে কীভাবে বাইরের লরিচালকেরা এখানে আসছেন।তারা কোরানা আতঙ্কে সংক্রমনের ভয়ে রয়েছেন৷ এদিন ,খবর পেয়ে পৌঁছায় মেখলিগঞ্জ থানার পুলিশ।পুলিশকে লক্ষ্য করে ইঁট পাথর ছুড়ে বাসিন্দারা৷ অভিযোগ ঘটনায় পুলিশও লাঠিচার্জ করে স্থানীয়দের তাড়িয়ে দেয় এবং মারধর করে ৷ পুলিশ সূত্রে জানা গেছে ‘লরি আটকানো খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়েছে।তাদের এক পুলিশ কর্মী জখম হয়েছেন। ।মেখলিগঞ্জ পুলিশের এসডিপিও সিদ্ধার্থ দর্জি জানান এদিন পুলিশ কোনও লাঠিচার্জ করেনি।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.