এই মুহূর্তে জেলা

প্রধানমন্ত্রীর ডাকে জ্বললো বাতি, নিভলো আলো।

 

চিরঞ্জিত ঘোষ,৫ এপ্রিল:- করোনা মোকাবিলায় এবার প্রধানমন্ত্রী বাড়ির আলো নিভিয়ে নয় মিনিটের জন্য মোমবাতি জ্বালাবার জন্য ডাক দিয়েছিলেন দেশবাসীর উদ্দেশ্য। আর এই বিষয়টি নিয়েই চলছিল নানা রাজনৈতিক চাপানোতোর। প্রশ্ন ছিল প্রধানমন্ত্রীর কথামতো গৃহবন্দীরা করোনা মোকাবিলায় মোমবাতি জ্বালাবে তো! রবিরার রাত ৯ টা বাজতেই তার উত্তর পেলো দেশবাসী।বেশির ভাগ বাড়িতেই ঘরের আলো নিভিয়ে মানুষকে মোমবাতি জ্বালাতে দেখা গেলো। শুধু মোমবাতি নয়, টর্চের আলো, মোবাইলে আলো জ্বালাতে দেখা গেলো। এমনকি এই সময়টাতে ফানুশ উড়িয়েছে বহু মানুষ। এক বাসিন্দা জানান, প্রধানমন্ত্রী ডাক দিয়েছিলেন সেই মতো এই কাজটি করলাম, করোনা মোকাবিলা আমারা এক জোট হয়ে তার কথা মতো মোমবাতি জ্বালালাম।এদিকে ভিন্ন চিত্র দেখা গেলো বহু জায়গায়, করোনা মোকাবিলা মোমবাতি জ্বালাবার যুক্তি খুঁজে পাচ্ছে না অনেকেই, তাদের বক্তব্য অনুযায়ী আজব চিন্তা ধারার কোনো মানে নেই ।এই মুহুর্তে  হাতপাতালে পর্যাপ্ত পরিমানে কিট নেই, ডাক্তারর, নার্স তারা চিকিৎসা করার উপযুক্ত জিনিস পাচ্ছে না।সেটা না দেখে উনি মোমবাতি জ্বালাতে বলছে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.