হাওড়া,৪ এপ্রিল:- করোনা পরিস্থিতিতে গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। করোনা ভাইরাসের আতঙ্কে এতদিন ধরে বন্ধ ছিল রক্তদান শিবিরও। আর তাতেই রাজ্য জুড়ে তৈরি হয় রক্তের সঙ্কট। সেই সঙ্কট দূর করতে উদ্যোগী হয় রাজ্য সরকার। এবার এই মহৎ কাজে এগিয়ে এলেন জিআরপি’র কর্মীরা। বৃহস্পতিবার সকালে হাওড়া স্টেশনে জিআরপি থানার ব্যবস্থাপনায় রক্তদান শিবিরের পর শনিবার সকালে বেলুড় জিআরপিএস এর উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। আইসি বিকাশ মুখোপাধ্যায়ের পরিচালনায় বেলুড় জিআরপি প্রাঙ্গনে ওই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জিআরপি পুলিশের কর্মীরাই এখানে রক্তদান করেন। উপস্থিত ছিলেন হাওড়া রেল পুলিশ সুপার ডাঃ কে কান্নন।