হাওড়া,৩ এপ্রিল:- লকডাউনের মধ্যে হাওড়া শহরের মানুষ যখন ঘরবন্দি, তখন শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজটা দায়িত্বের সঙ্গে নীরবে করে চলেছেন হাওড়া পুরসভার সাফাই কর্মীরাও। অনেকটাই যেন জীবনকে বাজি রেখে। সেই সাফাই কর্মীদের মনোবল বাড়াতে শুক্রবার সকালে হাওড়ায় সাফাই কর্মীদের পুষ্পবৃষ্টি, শঙ্খধ্বনি দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। সেইসঙ্গে সাফাই কর্মীদের হাতে সাবান, সানিটাইজার তুলে দেওয়া হয়। তাদের জন্য মিষ্টিমুখের ব্যবস্থাও করা হয়। এই অভিনব কর্মসূচির উদ্যোগ নেওয়া হয় হাওড়ায়। কেন এই উদ্যোগ ? স্থানীয় বাসিন্দা কেষ্ট হালদার বলেন, করোনা পরিস্থিতিতে যখন সতর্কতা হিসাবে সাধারণ মানুষকে ঘরে থাকতে বলা হচ্ছে তখন চিকিৎসক, নার্স, পুলিশ, সংবাদমাধ্যমের কর্মীরা সমাজের স্বার্থে নিরলস পরিশ্রম করে চলেছেন। এইসময়ে সাফাই কর্মীরাও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সমাজের পাশে এসে দাঁড়িয়েছেন। তাঁদের মনোবল বাড়ানোর জন্যই এই উদ্যোগ। স্বপ্না দাস নামে আরেক বাসিন্দা বলেন, হাওড়া পুরসভার সাফাই কর্মীরাও আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন।আমাদের পরিবেশ পরিষ্কার করছেন এই সংকটের সময়। তাঁরা জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করছেন। তাই তাঁদের কুর্নিশ জানানোর জন্য এই উদ্যোগ।