এই মুহূর্তে জেলা

হাওড়ায় করোনা সচেতনতায় সিটি পুলিশ, রেল পুলিশ পৃথকভাবে পথে নেমে প্রচার করল।


 

হাওড়া , ১৮ মার্চ :-  করোনা সতর্কতা হিসাবে এবার সচেতনতার কাজে পথে নামল পুলিশ প্রশাসন। বুধবার দুপুরে হাওড়া সিটি পুলিশের পাশাপাশি হাওড়া রেল পুলিশের উদ্যোগে করোনা নিয়ে সচেতনতা কর্মসূচি নেওয়া হয়। হাওড়া সিটি পুলিশের কর্মসূচিতে হাজির ছিলেন পুলিশ কমিশনার কুণাল আগরওয়াল সহ পুলিশের পদস্থ কর্তারা।হাওড়া স্টেশন সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ড, ফেরিঘাট এবং হাওড়া স্টেশন বাস স্টপেজ প্রমুখ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় ওই সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষকে মাস্ক, লিফলেট বিতরণ করা হয়। ট্যাক্সিচালক, বাসচালক, সাধারণ মানুষ সকলকে সচেতন করা হয়। পুলিশ কমিশনার বলেন, এনিয়ে যে কোনও ধরনের গুজবে কান দেবেন না। সকলে সচেতন হন।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                                            অন্যদিকে, হাওড়া রেল পুলিশের উদ্যোগেও হাওড়া স্টেশনের বড় ঘড়ির নিচে এক কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে হাওড়া রেল পুলিশ সুপার কে কান্নন, ডেপুটি রেল পুলিশ সুপার শিশির কুমার মিত্র, হাওড়া জিআরপি থানার আইসি আবদুল গফফর সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। করোনা নিয়ে তারা রেল যাত্রীদের সচেতন করেন। করোনার উপসর্গ দেখা দিলে তারা যাতে নিকটবর্তী হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেন সেই আবেদন করা হয়। পাশাপাশি এর মোকাবিলায় মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের কথা বলা হয়।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.