হুগলি,২ এপ্রিল:- চীনা ভাইরাসের কারণে দেশ জুড়ে লকডাউন। কর্মহীন হয়ে পড়েছেন দিনআনা দিন খাওয়া মানুষেরা। তাই দেখে ঘরে না বসে এগিয়ে এলেন কোন্নগরের সংগীত শিল্পী শুভায়ন চক্রবর্তী। রাজ্যে সরকার থেকে শুরু করে এলাকার ছোটখাটো ক্লাব সবাই এগিয়ে এসেছে । কেউ চাল, ডাল তো কেউ আলু , পিঁয়াজ হাতে তুলে দিচ্ছেন কর্মহীন মানুষ গুলোর মধ্যে।এদিন কোন্নগড়ে বেশকয়েকটি পরিবারের হাতে বিরিয়ানী তুলে দেন শুভায়ন চক্রবর্তী। প্রথমে কোন্নগর বেঙ্গলফাইন মোড় এলাকায় বিরিয়ানী দেওয়া হয়। শুভায়ন চক্রবর্তী বলেন সাধারণ মানুষের জন্য যখন সবাই চাল ,ডাল নিয়ে এগিয়ে আসছেন তখন আমি ভাবলাম আমরা যদি একটু মুখের স্বাদ পাল্টাতে পারি তাই বিরিয়ানী খাওয়ানোর ব্যাবস্থা করলাম। আমরা যদি ভালোমন্দ খেতে পারি তাহলে এই গরীব মানুষ গুলো কেন খেতে পারবে না। তাই আমি নিজেই এই মানুষগুলোর কথা ভেবে এগিয়ে এলাম। শুধু আজকেই না আগামী কয়েকদিন এদের পাশে থেকে আমি এদের জন্য এই পরিষেবা দিতে দেবো। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন প্রোটিন খেতে,অনেক পরিবার আছে ঠিক মতো দুবেলা খেতে পর্যন্ত পারে না। তাই আজকে বিরিয়ানী খাওয়ালাম।