হাওড়া,১ এপ্রিল:- করোনা সংক্রমণের প্রশ্নে দিল্লির নিজামুদ্দিনের জামাত নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার হাওড়ায় করোনা ত্রাণ বিলি কর্মসূচিতে এসে দিলীপবাবু বলেন, ওই জামাতে যোগ দিয়েছিলেন দেশ বিদেশের বহু মানুষ। কতজন এখানে ফিরেছেন তার কোনও ট্রেস নেই। এদের চিহ্নিত না করা গেলে করোনায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। এছাড়াও বিদেশ থেকে সম্প্রতি যারা এখানে এসেছেন তার পরিণতি আমরা বুঝতে পারছি। সরকারকেই সব কিছু কড়া হাতে নিয়ন্ত্রণ করতে হবে। এই লকডাউন পরিস্থিতিতে যাদের ডিসিপ্লিনে থাকার অভ্যাস নেই, অবশ্যই সেনা নামিয়ে পরিস্থিতি সামাল দিতে হবে। ত্রাণ নিয়ে আমরা রাজনীতি করছি না। তৃণমূল বলছে বিজেপি কোথায় গেল ? তাই আমরা মমতার অনুপ্রেরণায় ত্রাণ পৌঁছে দিচ্ছি বিভিন্ন এলাকায়। দিলীপ ঘোষ আরও বলেন, রেশন পাওয়া যাচ্ছে না। রেশনে খাদ্যসামগ্রী অমিল হয়ে পড়েছে। জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। কোনও নিয়ন্ত্রণ নেই। সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কড়া হাতে সবকিছু দমন করতে হবে। আমরা সহযোগিতা করতে প্রস্তুত। অন্যদিকে, হাওড়া জেলা হাসপাতালে করোনা রোগীকে জেনারেল ওয়ার্ডে রাখা নিয়ে সুপারের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে দিলীপবাবু বলেন, ওই সুপারের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। উল্লেখ্য, বিজেপি হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে এদিন গ্রামে গ্রামে পাঠানো হয় খাদ্যসামগ্রী।ডোমজুড়, জগৎবল্লভপুর, সাঁকরাইল সহ বিভিন্ন এলাকায় গরিব মানুষের জন্য এই খাদ্যসামগ্রী পাঠানো হয় আজ। দলের পতাকা নাড়িয়ে এই যাত্রার সূচনা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ছিলেন রাজ্য সম্পাদক সায়ন্তন বসু, সঞ্জয় সিং, হাওড়া জেলা সদর সভাপতি সুরজিৎ সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই কর্মসূচির আগে স্থানীয় বেশ কিছু গরিব মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন দিলীপ ঘোষ।