এই মুহূর্তে জেলা

লকডাউন এর নবম দিনেও উত্তরপাড়ার ইসলোকের সেবামূলক কাজকর্ম অব্যাহত।

 

প্রদীপ সাঁতরে ,৩০ মার্চ:-  চারিদিকে চলছে করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে লক ডাউন। আর এই লক ডাউনের সময়ে সাধারণের পাশে যেমন রয়েছেন রাজ্য ও কেন্দ্রীয় সরকার, তেমনি সাধারণ বিশেষ করে গরীব ও প্রান্তিক মানুষদের পাশে থাকতে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক থেকে শুরু করে বিভিন্ন সমাজসেবী সংগঠন। এমনই এক সংগঠন উত্তরপাড়ার ইন্টারন্যাশনাল সোসাইটি অফ লোকনাথ (ইসলোক)। এই ইসলোকের উদ্যোগে উত্তর 24 পরগনার গোলঘর জগগদল তাদের শাখা থেকে এলাকার মানুষদের মধ্যে চাল,আলু, ও ডাল বিতরণ করেন। এদিকে আজও ইসলোকের মানব প্রেমিক সম্পাদক কাশীনাথ চন্দ উত্তরপাড়া ভদ্রকালীর ফ্রেএন্ডস ক্লাবের সদস্য দের ও স্থানীয় প্রায় দেড়শো মানুষদের মধ্যে থার্মল স্ক্যানিং করা হয় । এই লক ডাউন এর কটা দিন ইসলোকের সম্পাদক কাশীনাথ চন্দ অমানবিক পরিশ্রম করে উত্তরপাড়া সহ বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে স্ক্যানিং করে যাচ্ছেন যা একজন সম্মানের মানব ধর্ম পালন বোঝায়।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.