প্রদীপ সাঁতরা ,৩০ মার্চ:- লকডাউনে শহরের অবস্থা দেখতে পথে নামলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। মঙ্গলবার তিনি দক্ষিণ কলকাতার জনবহুল জায়গা গড়িয়াহাট মোড়ে আসেন। সেখানকার কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে প্রথম কথা বলেন কলকাতার পুলিশ কমিশনার। তারপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মানুষ লকডাউন সম্পর্কে সচেতন হচ্ছেন। সাধারন মানুষ সরকারের ডাকা সাড়া দিয়েছেন বলে জানান তিনি। তবে এখনও কিছু মানুষ যে লকডাউন ভাঙছেন তা একপ্রকার তার কথা থেকে স্পষ্ট। সেব্যাপারে অনুজ শর্মা বলেন, পুলিশ সবাইকে বোঝাবার চেষ্টা করছে। বুঝিয়েই মানুষকে লকডাউন সফল করার চেষ্টা করা হচ্ছে বলে জানান অনুজ শর্মা। গড়িয়াহাট মোড়ে সারপ্রাইজ ভিজিট শেষ করে এবার অনুজ শর্মা জান হাজরা মোড়ে। দক্ষিণ কলকাতার হাজরা মোড় থেকে ঢিল ছোড়া দূরত্বে মুখ্যমন্ত্রীর বাড়ি। সেখানে লকডাউনের চেহারাটা সিপি নিজেই দেখেনিলেন। যদিও হাজরা মোড়ে পুলিশের কঠোর নিরাপত্তার চাদর দেখে খুশি অনুজ শর্মা।