এই মুহূর্তে কলকাতা

বেআইনি বাজি কারখানা বন্ধের সঠিক পথের সন্ধান পেতে শিবকাশিতে যাচ্ছে প্রতিনিধিদল।


কলকাতা, ২৪ মে:- বেআইনি বাজি কারখানা বন্ধে কি ভাবে এগোনো প্রয়োজন তার পথের সন্ধান জানতে শিবকাশিতে একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে রাজ্য সরকার।তার আগে ক্লাস্টার তৈরি করার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশে মুখ্য সচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি মঙ্গলবার নবান্নে বৈঠকে বসে। ওই বৈঠকে ডেকে নেওয়া হয়েছিল রাজ্য আতস বাজি ব্যবসায়ী সংগঠনকে। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাবলা রায়। তিনি জানিয়েছেন এই মুহূর্তে রাজ্যে ৩০ হাজার লাইসেন্স ধারী বাজি প্রস্তুত কারক রয়েছেন। মুখ্য সচিব তাকে জানিয়েছেন লাইসেন্স ছাড়া কোনভাবেই বাজি তৈরি করা অনুমতি দেওয়া হবে না। বাজি তৈরি করার পর তা সুরক্ষিতভাবে রাখার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ওয়ার হাউস তৈরি করে দেওয়া হবে।

প্রয়োজনে বিনামূল্যে লাইসেন্স দেওয়া যেতে পারে। বাজি তৈরির জন্য ক্লাসটার তৈরি করে দেবে রাজ্য সরকার। সেখানে বাজি তৈরির করার সময় কোন বিপদ যাতে না ঘটে তার জন্য সব সব রকম নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থা থাকবে। বেআইনি বাজি কারখানা বন্ধ করতে এবং ক্লাস্টার তৈরি করার সময় বাজি প্রস্তুতকারকদের কি কি সুবিধা দিতে হবে তাও সংগঠনের কাছে জানতে চাওয়া হয়েছে। মুখ্য সচিব বাজি বিক্রেতাদের নির্দেশ দিয়েছেন বৃহস্পতিবারের মধ্যে লিখিতভাবে তাদের সুবিধে অসুবিধে এবং কি কি প্রয়োজন রাজ্য সরকারের কাছেই বা কি কি সহযোগিতা লাগবে তা লিখিতভাবে জানাতে হবে। বুধবার এই কমিটি নবান্নে বৈঠকে বসবে তার আগে অ্যাসোসিয়ানে তরফ থেকে লিখিতভাবে রাজ্য সরকারের জানতে চাওয়া প্রয়োজনীয় তথ্য দিয়ে দিতে হবে।