হাওড়া , ৩০ মার্চ:- করোনা সংক্রমণকে উপেক্ষা করেই বেতনের দাবিতে বিক্ষোভ দেখালেন বালি মহাদেব জুটমিলের শ্রমিকরা। অভিযোগ, শ্রমিকদের পুরো বেতন না দিয়ে মালিকপক্ষ দেড় হাজার টাকা করে অগ্রিম দেবার সিদ্ধান্ত নিয়েছিল। আর তাতেই বেঁকে বসেন শ্রমিকরা। সোমবার দুপুরে বিক্ষোভে ফেটে পড়েন তারা। তাদের অভিযোগ, এই সঙ্কটজনক পরিস্থিতিতে অল্প টাকায় তাদের কোনও কাজ হবে না। তাদের পাওনা পুরো বেতন দিলে তবেই সংসারটা বাঁঁচবে। এদিন বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। শ্রমিকদের বক্তব্য, দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে লকডাউন পরিস্থিতিতে তারা এই সামান্য টাকা নিয়ে কি করবেন। তারা তাদের ন্যায্য বেতনের দাবিতে সরব হন।