হুগলি , ২৯ মার্চ:- হুগলির শ্রীরামপুর থেকে পরিবার পরিজন নিয়ে বেড়াতে গিয়ে ভিন রাজ্যে আটকে পড়েছেন ৪ জন শিশু সহ মোট ১৯ জন পর্যটক।আপাতত ওই পর্যটকেরা ভারত সেবাশ্রমের সহযোগিতায় মহারাষ্ট্রের উত্তরাখণ্ডের ত্রান শিবিরে রয়েছে।কিন্তু পর্যটকদের হাতে কোন অর্থ নেই।তাতে সমস্যা আরো জটিল আকার নিয়েছে।বাড়ি ফেরা নিয়ে দুশ্চিন্তাগ্রস্থ পর্যটকেরা চাইছেন রাজ্যের মুখ্যম্নত্রী তাদের ঘরে ফেরানোর ব্যবস্থা করুন । এ দিন এক ভিডিও বার্তায় আটকে পড়া পর্যটক প্রিয়াঙ্কা ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়ে বলেন, ১৫ মার্চ আমরা বেড়াতে এসে ছিলা.২৭ তারিখে ফেরার কথা থাকলেও লক ডাউনে আটকে পরেছি।আমাদের সঙ্গে শিশুরাও রয়েছে।আমাদের সণচয় শেষ।আমাদের ঘরে ফেরার ব্যবস্থা করুন দিদি।