এই মুহূর্তে কলকাতা

করোনা সংক্রমণ ঠেকাতে কলকাতার থানাগুলোতে চালু হল ‘থার্মাল স্ক্রিনিং’।

 

প্রদীপ সাঁতরা , ২০ মার্চ:-  করোনার আতঙ্কে এবার শুরু হলো কলকাতার থানাগুলিতে থার্মাল স্ক্রিনিং। বৃহস্পতিবার কলকাতার পাটুলি থানায় প্রথম থার্মাল স্ক্রিনিং শুরু করলো কলকাতা পুলিশ। যদিও বুধবার থেকে লালবাজারে শুরু হয় এই থার্মাল স্ক্রিনিং। আর এদিন পাটুলি থানায় শুরু হলো। পাটুলি থানায় প্রথম কর্তব্যরত পুলিশ কর্মীদের এই টেষ্ট শুরু হয়। তারপর থানায় আসা মানুষকে টেষ্ট করিয়েছেন পু্লিশ কর্মীরা।লালবাজার সূত্রের খবর আগামী দিনে পাটুলি থানার পাশাপাশি কলকাতার সব থানায় এমন পরীক্ষা করা হবে। লালবাজারের কর্তারা মনে করছেন প্রতিদিন প্রচুর মানুষ তাদের সমস্যা নিয়ে আসেন থানায়। আর থানায় যদি বিনা টেষ্টে করোনায় আক্রান্ত প্রবেশ করে তাহলে সমুহ বিপদ। তাই আগেভাগে কলকাতার উর্দিধারিদের মধ্যে করোনার ভাইরাস আটকাতে ব্যবস্থা নেওয়া শুরু করলো লালবাজারের কর্তারা।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.