হুগলি , ১৯ মার্চ :- করোনা আতঙ্কে এবারে বন্ধ হয়ে গেলো হুগলির ঐতিহাসিক হংসেশ্বরী মন্দির। হুগলি জেলার বাঁশবেড়িয়ায় অবস্থিত এই মন্দির জাতীয় পুরাতত্ত্ব বিভাগে (এএসআই)-এর হাতে রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে জাতীয় পুরাতত্ত্ব বিভাগের হাতে থাকা ঐতিহাসিক স্থাপত্যগুলির সাথে সাথে ভিড় এড়াতে হংসেশ্বরী মন্দির বন্ধ রাখারও সিদ্ধান্ত নিলো কেন্দ্রের এই সংস্থা। ইতিমধ্যেই মন্দিরের গেটে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে করোনার জন্য আপাতত ৩১শে মার্চ পর্যন্ত সাধারনের জন্য মন্দিরের গেট বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
এবিষয়ে মন্দিরের পুরোহিত বসন্ত কুমার চ্যাটার্জী বলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নির্দেশ আসার সাথে-সাথে আমরা সাধারনের প্রবেশে বিধি নিষেধ জারি করেছি। তবে রিতী মেনে নিত্য পুজোপাঠ, অঞ্জলি এবং ভোগ প্রসাদ তৈরী করা হবে। সীমানা প্রাচিরের বাইরে থেকে মানুষ মায়ের দর্শন করে অঞ্জলি দিতে পারবেন। আমরা তাঁদের হাতে ভোগ পৌঁছে দেবো। পাশাপাশি তিনি বলেন বিশ্ববাসি করোনা থেকে যাতে মুক্তি পায় প্রতিদিনই হংসেশ্বরী মায়ের কাছে তাঁর প্রার্থনা করছি। অন্যদিকে অনেকেই মন্দির দর্শনে এসে বাইরে থেকে ফিরেও যাচ্ছেন। তাঁদের বক্তব্য কষ্ট হলেও করোনার কথা ভেবে আমাদের কিছু করার নেই।Related Articles
বিধানসভায় দেরিতে আশায় অধ্যক্ষর কাছে ধমক খেলেন পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়।
কলকাতা, ২৪ আগস্ট:- দেরি করে অধিবেশনে আসায় বিধানসভার অধ্যক্ষ বিমান বিন্দ্যপাধ্যায়ের কাছে ধমক খেলেন পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়। আজকের অধিবেশনে পর্যটন দফতরের প্রশ্ন ছিল। তা স্বত্বেও এদিন বেশ কিছুটা দেরি করে বিধানসভায় পৌঁছন পর্যটন মন্ত্রী। সভায় ঢোকার পর তাঁকে উদ্দ্যেশ্য করে অধ্যক্ষ তাঁকে তিরস্কার করেন। পর্যটন নিয়ে প্রশ্ন জমা দিয়েছিলেন বিধায়ক কল্লোল খাঁ। তিনিও এদিন […]
স্বাধীনতার ৭৫ তম বর্ষে ভারত পরিক্রমা নামে দেশব্যাপীকার রেলির আয়োজন।
কলকাতা, ১০ অক্টোবর:- স্বাধীনতার ৭৫বছর পূর্তিতে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে জাতীয় সুরক্ষা বাহিনী বা এনএসজি ‘সুদর্শন ভারত পরিক্রমা’ নামে দেশব্যাপী কার রেলি-র আয়োজন করেছে। গত দোসরা অক্টোবর দিল্লির লালকেল্লা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ব্ল্যাক ক্যাট কার রেলির সূচনা করেন। এনএসজির ১২জন আধিকারিক ও ৩৫জন কম্যান্ডো ১৫টি গাড়িতে দেশের ১২টি রাজ্যের ১৮টি […]
বিধাসভায় পিএসির প্রথম বৈঠক অনুষ্ঠিত হলেও , অনুপস্থিত চেয়ারম্যান ও বিরোধী সদস্যরা।
কলকাতা , ৩০ জুলাই:- চেয়ারম্যান এবং বিরোধী সদস্যদের অনুপস্থিতিতে রাজ্য বিধানসভায় আজ নতুন পাবলিক একাউন্টস কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির চেয়ারম্যান মুকুল রায় অনুপস্থিত থাকায় ওই বৈঠকে পৌরহিত্য করেন তৃণমূল বিধায়ক তাপস রায়।নির্মল ঘোষ, অশোক দেব, দেবব্রত মজুমদার ও স্বর্ণকমল সাহা, অসীমা পাত্র, দেবাশিস কুমার, শ্যামল মন্ডল এর মত তৃণমূল কংগ্রেস সদস্যরা ওই বৈঠকে […]