হুগলি , ১৯ মার্চ :- করোনা আতঙ্কে এবারে বন্ধ হয়ে গেলো হুগলির ঐতিহাসিক হংসেশ্বরী মন্দির। হুগলি জেলার বাঁশবেড়িয়ায় অবস্থিত এই মন্দির জাতীয় পুরাতত্ত্ব বিভাগে (এএসআই)-এর হাতে রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে জাতীয় পুরাতত্ত্ব বিভাগের হাতে থাকা ঐতিহাসিক স্থাপত্যগুলির সাথে সাথে ভিড় এড়াতে হংসেশ্বরী মন্দির বন্ধ রাখারও সিদ্ধান্ত নিলো কেন্দ্রের এই সংস্থা। ইতিমধ্যেই মন্দিরের গেটে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে করোনার জন্য আপাতত ৩১শে মার্চ পর্যন্ত সাধারনের জন্য মন্দিরের গেট বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
এবিষয়ে মন্দিরের পুরোহিত বসন্ত কুমার চ্যাটার্জী বলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নির্দেশ আসার সাথে-সাথে আমরা সাধারনের প্রবেশে বিধি নিষেধ জারি করেছি। তবে রিতী মেনে নিত্য পুজোপাঠ, অঞ্জলি এবং ভোগ প্রসাদ তৈরী করা হবে। সীমানা প্রাচিরের বাইরে থেকে মানুষ মায়ের দর্শন করে অঞ্জলি দিতে পারবেন। আমরা তাঁদের হাতে ভোগ পৌঁছে দেবো। পাশাপাশি তিনি বলেন বিশ্ববাসি করোনা থেকে যাতে মুক্তি পায় প্রতিদিনই হংসেশ্বরী মায়ের কাছে তাঁর প্রার্থনা করছি। অন্যদিকে অনেকেই মন্দির দর্শনে এসে বাইরে থেকে ফিরেও যাচ্ছেন। তাঁদের বক্তব্য কষ্ট হলেও করোনার কথা ভেবে আমাদের কিছু করার নেই।Related Articles
করোনা সংক্রমণ বাড়লেও এখনই স্কুল বন্ধের কোন পরিকল্পনা নেই বলে জানালেন শিক্ষামন্ত্রী।
কলকাতা, ৯ জুলাই:- রাজ্যে করোনা সংক্রমণ ফের বাড়লেও এখনই স্কুল বন্ধ করার কোনও পরিকল্পনা সরকারের নেই বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। তিনি বলেন, করোনা বিধি অক্ষরে অক্ষরে পালন করে স্কুল গুলিতে পঠন পাঠন চালানোর জন্য ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে। তবে স্কুলগুলিতে আলাদা ভাবে বিধিনিষেধ আরোপ করার কোনও নির্দেশ স্বাস্থ্য দফতর এখনও দেয়নি। স্বাস্থ্য দফতর […]
দল বাড়বে না লিগে , আইএসএলে লাল-হলুদের সম্ভাবনা প্রায় শেষ ।
স্পোর্টস ডেস্ক, ২৫ জুলাই:- দশ দলকে নিয়েই এ বারের টুর্নামেন্ট করতে চায় ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) পরিচালনার দায়িত্বে থাকা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (এফএসডিএল) কর্তৃপক্ষ। দলের সংখ্যা বাড়াতে চায় না তারা। আর তার ফলেই ক্ষীণ হচ্ছে ইস্টবেঙ্গলের আইএসএল খেলার সম্ভাবনা। সূত্রের খবর অনুযায়ী, সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে এফএসডিএল কর্তাদের বৈঠক হয়েছে শুক্রবার। আর সেই বৈঠকেই ক্লাবগুলোকে […]
সিএজি রিপোর্টে সরকারের আর্থিক দুর্নীতির উল্লেখ থাকায় বিরোধিতা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২ ফেব্রুয়ারি:- কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজি রিপোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির উল্লেখ থাকার প্রসঙ্গ তুলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্য়মন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন। শুক্রবার ময়দানের ধর্না মঞ্চ থেকে কেন্দ্রের ওই রিপোর্টে তোলা অভিযোগ খন্ডন করে নেত্রী বলেন, রিপোর্টে এমন সময়ের কথা বলা হয়েছে তখন ক্ষমতায় থাকা দূরস্থান, তৃণমূল কংগ্রেসের […]