এই মুহূর্তে জেলা

বডি ম্যাসাজ স্পা সেন্টারের নামে চলছিল অন্য ব্যবসা। শপিং মলে হানা পুলিশের। গ্রেফতার ৬। উদ্ধার ১৬ জন মহিলা।

 

হাওড়া,১৩ মার্চ :-  ম্যাসাজ পার্লারের আড়ালে রমরমিয়ে চলছিল অন্য ব্যবসা। খবর পেয়েই বৃহস্পতিবার রাতে হাওড়ার দুটি স্পা সেন্টারে হানা দেন হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। সেখান থেকে ৬ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ওই দুটি ম্যাসাজ পার্লার থেকে ১৬ জন মহিলাকে উদ্ধার করা হয়েছে। হাওড়ায় বেলুড়, শিবপুরের দুটি নামী শপিং মলের স্পা সেন্টারে বৃহস্পতিবার রাতে আচমকাই হানা দেয় পুলিশের ডিডি টিম। রাতেই আটক হন ৬ জন। পরে জেরার পর এদের পুলিশ গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে,স্পা সেন্টার থেকে বেশ কয়েকজন মহিলাকে উদ্ধার করা হয়েছে। এদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিন রাতে বেলুড়ের একটি নামী শপিং মলের পাশাপাশি শিবপুরের একটি নামী মলে হানা দেয় পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ ওই অভিযান চালায়।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                                   এ বিষয়ে হাওড়া সিটি পুলিশের ডিসি সেন্ট্রাল জবি থমাস বলেন, শিবপুরের শপিং মল থেকে প্রায় ১৩ জনকে থানায় আনা হয়। এদের মধ্যে ১০ জন মহিলাকে আমরা উদ্ধার করেছি। বাকি তিনজনকে ব্যবসা চালানোর জন্য গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন রিশেপশনিষ্ট ও দু’জন কাস্টমার। এদের নাম মহঃ সাজিদ হোসেন(৩৫), সুরেশ কুমার (৪৭) ও অভিজিৎ দাস। ঘটনার তদন্ত চলছে। ধৃতদের আদালতে তোলা হয়েছে। কতদিন ধরে এই কারবার চলছিল তা দেখা হচ্ছে। অন্যদিকে, হাওড়া সিটি পুলিশের ডিসি ডিডি প্রবীণ প্রকাশ বলেন, বেলুড়ের একটি শপিং মলের স্পা সেন্টারে বৃহস্পতিবার রাতে আমরা অভিযান চালাই। সেখান থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ৬ জন তরুণী উদ্ধার হয়েছে। তদন্ত চলছে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.