এই মুহূর্তে কলকাতা

রাজ্যে মাছ ডিম সহ বিভিন্ন কৃষিজ পণ্য অবাধে এক জেলা থেকে অন্য জেলায় রকার চেকপোস্ট তুলে দিচ্ছে।

কলকাতা,১১ মার্চ :-  সারা রাজ্যে মাছ ডিম সহ বিভিন্ন কৃষিজ পণ্য অবাধে এক জেলা থেকে অন্য জেলায় চলাচলের সুযোগ করে দিতে রাজ্য সরকার চেকপোস্ট তুলে দিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে জানিয়েছেন পণ্য চলাচলের ওপর নজরদারি করার জন্য সারা রাজ্যে কৃষি বিপনন দপ্তরের অধীনে ১০৯ টি চেকপোস্ট ছিল। ২২ টি নিয়ন্ত্রিত বাজার কমিটি এগুলি পরিচালনা করত।কিন্তু চেকপোস্টে দীর্ঘ সময় আটকে থাকার কারণে মাছ ডিম সহ বিভিন্ন পচনশীল কৃষি পণ্য নষ্ট হয়ে যাচ্ছিল বলে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন একাধিকবার সরকারের কাছে অভিযোগ জানিয়েছে। তার পরিপ্রেক্ষিতেই আগামী পয়লা এপ্রিল থেকে এই চেকপোস্ট গুলি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকারের নীতি হলো এক রাজ্য এক বাজার। তাই রাজ্য সরকারের ২০০ কোটি টাকা লোকসান হলেও এখন থেকে রাজ্যের সব জেলায় অবাধে কৃষিপণ্য চলাচলের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। ওই চেকপোস্ট গুলিতে কর্মরত সাড়ে ছশ কর্মীকে নিকটবর্তী কৃষক মান্ডি ও কৃষি বাজারে পুনর্বাসন দেয়া হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.