এই মুহূর্তে জেলা

বৈদ্যবাটিতে পুকুর ভরাটের নামে মিথ্যা অভিযোগ দিয়ে শাসকদল কে চাপে ফেলার চেষ্টা বিরোধীদের।


তরুণ মুখোপাধ্যায়,১ মার্চ:-  শেওরাফুলি- বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের একটি পুকুরকে কেন্দ্র করে চাপানউতোর শুরু হয়ে গেছে এলাকাবাসীদের বক্তব্য এখানে দীর্ঘদিন ধরে একটি পুকুর আছে। মালিকানাবিহীন এই পুকুরটি দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে বুঝে আসছিল । কিন্তু ১০ নম্বর ওয়ার্ডের পুরপিতা সুবীর ঘোষ এর ঐকান্তিক চেষ্টায় যাতে সেটি সাধারণ মানুষের ব্যবহার যোগ্য হয়ে ওঠে এবং এলাকার পরিবেশের ভারসাম্য বজায় থাকে তার জন্য নিজের পকেটের পয়সা থেকে খরচা করে সেটি সংসার করেছিলেন ।কিন্তু শুধু তা-ই নয় এমনকি সাধারণ এলাকাবাসীকে সচেতন করার জন্য যাতে এই পুকুরে কেউ ময়লা না ফেলেন তার জন্য পৌরসভার পক্ষ থেকে পুকুরের ধারে একটি বোর্ড লাগিয়েছেন। তাতে আবেদন করে বলা হয়েছে এই পুকুরটি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার জন্য যাতে সাধারন মানুষরা সচেষ্ট হন এবং এলাকার পরিবেশ দূষণ থেকে নিজেদের মুক্ত রাখুন।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                                                   এ ব্যাপারে ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং পুর বোর্ডের চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষের (ভাই) বক্তব্য যে তার ওয়ার্ডে শুধু এই পুকুরটি নয় আরো কয়েকটি পুকুর আছে যেগুলো দীর্ঘদিন সংস্কারের অভাবে নষ্ট হতে বসেছিল। তার ঐকান্তিক চেষ্টায় সেগুলো সংস্কারের কাজে হাত দেয়া হয়েছে। কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় পুর নির্বাচন আসার সঙ্গে সঙ্গে এক দল বিরোধী শক্তি মানুষ তারা এটাকে নিয়ে নোংরা রাজনীতির খেলায় নেমেছেন। একটি সংবাদপত্রে এই পুকুরটি বুজিয়ে ফেলার কথা বলা হচ্ছে যা সম্পূর্ণ এবং মিথ্যা এবং উদেশ্য প্রণোদিত। এলাকাবাসীর কাছে গেলে জানতে পারবেন প্রকৃত ঘটনা কি। কেবলমাত্র ভোটের রাজনীতি করতে নোংরা খেলায় মেতেছেন বিরোধীরা অন্যদিকে এ ব্যাপারে স্থানীয় মানুষের বক্তব্য পুকুরটি সংস্কারের জন্য যথেষ্ট চেষ্টা করা হয়েছে । এবং সুবীরবাবুর ঐকান্তিক ইচ্ছায় এটিকে যাতে ব্যবহারযোগ্য হয় তার জন্য চেষ্টা করা হয়েছে। সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে একশ্রেণীর মানুষ এই এ ব্যাপারে প্রচার চালাচ্ছেন যাতে রাজনৈতিক ফায়দা তোলা যায়।কিন্তু তাতে কোনো লাভ হবেনা। কারণ বাংলার মমতাময়ী মুখ্য মন্ত্রীর নেতৃত্বে বাংলা এগিয়ে চলেছে যার সুফল রাজ্যের মানুষ পাচ্ছেন।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.