এই মুহূর্তে জেলা

সিএএ সমর্থনে বিজেপির অভিনন্দন যাত্রা ঘুঘুমারিতে।

 

 কোচবিহার,২৮ ফেব্রুয়ারি:-  সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে কোচবিহার ১ নং ব্লকে জনমত সংগঠিত করতে অভিনন্দন যাত্রা আয়োজন হয় বিজেপির পক্ষ থেকে। শুক্রবার কোচবিহার ঘুঘুমারি থেকে পানিশালা ৪ নং পর্যন্ত এই মিছিল সংগঠিত হয়। এই মিছিলে নেতৃত্ব দেন দলের কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভা।  ২১-র বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ক্যা কেই ইস্যু করেছে রাজ্যের দুই প্রধান রাজনৈতিক দল। ক্যার বিরোধী আন্দোলনকে হাতিয়ার করে ইতিমধ্যে রাজ্যের শাসকদল যেমন প্রচারে নেমেছেন। তেমনি ভাবে ক্যার পক্ষে প্রচারে নেমেছে ভারতীয় জনতা পার্টি। এইদিন ঘুঘুমারি এলাকা থেকে ক্যার পক্ষে মিছিলে অংশ নিয়ে বিজেপির নেত্রী মালতি রাভা জানান, ক্যা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে রাজ্যের শাসকদল।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                         সিএএ কখনই কারো নাগরিকত্ব হরণ করবে না। এই আইন তৈরি করা হয়েছে মানুষকে নাগরিকত্ব দিতে। কেন্দ্রীয় সরকারের এই সদর্থক ভূমিকার জন্য আমরা তাঁদের অভিনন্দন জানাতে এবং মানুষকে সঠিকটা বোঝাতে পথে নেমেছি। ভারতীয় জনতা পার্টির এই কর্মসূচীকে ঘিরে এদিন সকাল থেকে সাজো সাজো রব ছিল ঘুঘুমারি থেকে পানিশালা পর্যন্ত। এই কর্মসূচীকে ঘিরে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ওই এলাকা গুলিতে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.