এই মুহূর্তে জেলা

হাওড়ায় ব্যবসায়ী নিখোঁজ। অপহরণের বিষয়টি উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

হাওড়া,২৭ ফেব্রুয়ারি:-  হাওড়ার বেলুড় এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন এক লোহা ব্যবসায়ী। ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে কিনা জানা যায়নি। বুধবার সকালে বেলুড় স্টেশন এলাকা থেকে তিনি নিখোঁজ হন। বৃহস্পতিবার অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা এবং বালি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। বালির পাশাপাশি হুগলি সহ বিভিন্ন এলাকায় খোঁজখবর করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত নিখোঁজ ব্যবসায়ীর কোনো সন্ধান পাওয়া যায়নি। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, ওই ব্যবসায়ীর নাম গোপাল বোধালিয়া। তিনি ছাঁট লোহার ব্যবসায়ী বলে জানা গেছে। তবে এই ঘটনায় এই ঘটনায় কারা জড়িত পুলিশ তদন্ত করে দেখছে। জানা গেছে, ব্যবসার অংশীদারের সঙ্গে দেখা করতে ব্যাঙ্কে এসেছিলেন এক যুবক। এর পর থেকেই তিনি নিখোঁজ।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                               বুধবার সারাদিন কেটে যাওয়ার পরেও তাঁর কোনও খোঁজ না মেলায় বৃহস্পতিবার বালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিজনেরা। পুলিশ জানায়, বেলুড় রামলোচন সায়র স্ট্রিটের বাসিন্দা গোপাল বুধালিয়া পেশায় ছাঁট লোহার ব্যবসায়ী। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি বালির একটি ব্যাঙ্কে এসেছিলেন ব্যবসার অংশীদারের সঙ্গে দেখা করতে। অভিযোগ এর পর থেকে আর বাড়ি ফেরেননি ওই যুবক। পরিজনদের অভিযোগ, তাঁকে অপহরণ করা হয়েছে। পরিজনেরা আরও দাবি করেছেন, মুক্তিপন চেয়ে ফোনও এসেছিল। সেই মতো ৫০ হাজার টাকা নিয়ে স্থানীয় এক সাইবাবা মন্দিরের সামনে যান পরিজনেরা। কিন্তু কাউকে সেখানে দেখতে পাননি। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.