এই মুহূর্তে জেলা

হাওড়ায় প্রকাশ্য রাস্তায় বাইক আরোহীর হাতে হেনস্থার শিকার ট্রাফিক পুলিশের কর্মী অভিযুক্ত যুবক গ্রেফতার।

 

হাওড়া,১৬ ফেব্রুয়ারি:-  এবার কর্তব্যরত ট্রাফিক পুলিশকে প্রকাশ্য রাস্তায় হেনস্থার অভিযোগ উঠল বাইক চালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে শনিবার রাতে হাওড়ার বালি থানার বালিখাল এলাকায়। ওইসময় সেই রাস্তায় ট্রাফিকের ডিউটি দিচ্ছিলেন সমর মন্ডল নামের বালি ট্রাফিক গার্ডের ওই ডিউটি অফিসার। সঙ্গে ছিলেন তার সহকর্মী। তারা দেখেন যে এক যুবক বাইক নিয়ে এসে রোড ডিভাইডারের কাছে আইন ভেঙে অন্য লেন দিয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। সেইসময় তারা ছুটে গিয়ে ওই বাইক আরোহীকে আটকাতে গেলে বাইক আরোহী তাদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং তর্ক জুড়ে দেয়। অভিযোগ ওই বাইক চালক কর্তব্যরত ট্রাফিক পুলিশকে হেনস্থা করে।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                    জামার কলার ধরে অশালীন আচরণ করে এবং জামার ব্যাচ ছিঁড়ে দেয়। এই ঘটনার পর পুলিশ এসে ওই যুবককে গ্রেপ্তার করে। রবিবার তাকে হাওড়া আদালতে তোলা হয়। পুলিশ সূত্রের খবর, বাইক চেকিং এর সময় ওই বাইক চালকের কাছে গাড়ির নথিপত্র দেখতে চাইলে বচসা বাধে। সে কাগজপত্র দেখাতে পারেনি। ধৃত যুবকের নাম ফিরোজ শাহ। তার বাড়ি হুগলির ভদ্রেশ্বরে বলে পুলিশ জানায়।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.