সোজাসাপটা ডেস্ক , ১৪ জুন:- করোনার থাবায় থরহরি কম্প সারাবিশ্ব । সমস্ত কিছু শব্দ হয়ে গিয়েছে। তবে ধীরে ধীরে বিভিন্ন জায়গায় আবার আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক অবস্থা ফিরে আসছে। কাজ কর্মও শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। আমাদের দেশের দেবালয় গুলিও খুলতে শুরু করেছে,যা এতদিন বন্ধ ছিলো এই মরণব্যাধির কারণে। ইতিমধ্য দক্ষিণেশ্বরের মন্দির সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বেশ কিছু মন্দিরের দরজা খুলেছে তবে ভক্তদের সরকারের বিধিনিষেধ মেনে দর্শন করতে হচ্ছে ঈশ্বরের। ইতিমধ্যে তারাপীঠের মন্দির আপাতত সিদ্ধান্ত হয়েছে তারাপিঠের মন্দির আপাতত খুলছে না। আগামী কুড়ি তারিখে মন্দিরের দ্বার খোলার ব্যাপারে বিশেষ বৈঠক করে সিদ্ধান্ত নেবেন মন্দির কর্তৃপক্ষ । কালীঘাটের মন্দিরের দরজা কিছু কাজ বাকি থাকায় না খুললেও মন্দিরের মূল ফটকের সামনে মায়ের ছবি দর্শন করছেন দর্শনার্থীরা। জয়রামবাটী মা সারদার জন্মস্থান আবার খুলে যাচ্ছে জনসাধারণের জন্য ।
তবে যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেখানকার কর্তৃপক্ষ সকাল এবং বিকালে দু’ঘণ্টা করে মাতৃমন্দির দরজা খোলা হবে এবং নাট মন্দিরের সামনে থেকেই মা সারদার দর্শন পাবেন ।তবে তা করতে হবে সম্পূর্ণ সামাজিক বিধি নিষেধ মেনে। মুখে মাস্ক অবশ্যই পড়তে হবে ভক্তদের এবং মন্দিরে প্রবেশের মুখে তাদের হাত সানিটাইজ করা হবে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে। তবে প্রসাদ বিতরণ আপাতত বন্ধ রাখছেন মন্দির কর্তৃপক্ষ । এবং মা সারদার পুরাতন বাড়ি এবং নতুন বাড়ির দরজা ও কিন্তু আপাতত খুলছে না । সারদা মায়ের জন্মস্থান জয়রামবাটি কে কেন্দ্র করে এখানে সারা বছর বিভিন্ন প্রান্ত থেকে মায়ের ভক্তরা আসেন মায়ের কাছে প্রার্থনা করতে । এর ফলে এখানে গড়ে উঠেছে একটি পর্যটন কেন্দ্র । এবং এর ওপর নির্ভর করে গড়ে উঠেছে এখানকার অর্থনীতি। এখানে ব্যবসায়ীরা ব্যবসা করেন তাদিয়ে তাদের জীবিকা নির্বাহ করেন । এতদিন মন্দির বন্ধ থাকায় তাদের ব্যবসায় বিশাল ক্ষতি হচ্ছিল। আবার এই মন্দির খোলার সিদ্ধান্তে খুশি এখানকার আপামর জনসাধারণ থেকে ব্যাবসায়ীরা।