হাওড়া,১১ ফেব্রুয়ারি:- দিল্লির জনতা বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন। মানুষ বিজেপির নীতিকে পছন্দ করছেন না। মানুষের খাবার চাই। মিথ্যে প্রতিশ্রুতি নয়। সিএএ, এনআরসি, এনপিআর মানুষ প্রত্যাখ্যান করেছেন। মানুষের উন্নয়ন চাই, এসব নয়।দিল্লির রায় তারই প্রমাণ। মঙ্গলবার বাঁকুড়া সফরে যাবার আগে হাওড়ার ডুমুরজলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দিল্লির নির্বাচনে জেতার জন্য অরবিন্দ কেজরিওয়ালকে শুভেচ্ছা জানাই। তবে,দিল্লিতে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানাবেন কিনা সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি জানান, এখন ঠিক বলতে পারছিনা। খুবই ব্যস্ততা। মুখ্যমন্ত্রী আরও বলেন, যেখানে যেখানে আঞ্চলিক দল আছে নির্বাচন হলে তাঁরাই জিতছে।
যেখানে আঞ্চলিক দল নেই সেখানে কংগ্রেস জিতছে। এর সাহায্যে প্রমাণিত হচ্ছে মানুষ বিজেপিকে চায় না।বিজেপি ধর্মের নামে বিভাজন করতে চাইছে।দেশকে বিভাজন করতে চাইছে। মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ। সেইজন্যই দিল্লিতে মানুষ বিজেপিকে উৎখাত করেছে। এই সাফল্যের জন্য তিনি কেজরিওয়ালকে ও দিল্লির জনতাকে শুভেচ্ছা জানান। এদিন মুখ্যমন্ত্রী বলেন, আজকে আমি খুব খুশি যে দিল্লিতে আপ জিতেছে। বিজেপির পরাজয় হয়েছে। এরপর আমি আশা করব বিজেপি ক্যা, এনপিআর, এনআরসি এগুলো প্রত্যাহার করবে এবং দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করবে এবং ইকনোমিক্যালি কাজ করবে।Related Articles
বিভিন্ন এলাকায় প্লাবিত হয়ে ১০ হাজার কোটি টাকা মূল্যের শস্য ও সম্পদ হানি হয়েছে দাবি রাজ্যের।
কলকাতা, ২৫ সেপ্টেম্বর:- সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ এবং ডিভিসির ছাড়া জলে রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে প্রায় ১০ হাজার কোটি টাকা মূল্যের শস্য ও সম্পদ হানি হয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। রাজ্যের বানভাসি এলাকা পরিদর্শন করতে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দলের হাতে ওই হিসেব তুলে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব সুনীল […]
আমফানে ক্ষতিপূরণের টাকা না পেয়ে গ্রামবাসীদের বিক্ষোভ পঞ্চায়েত প্রধানের বাড়ি ঘেরাও করে।
হুগলি , ২৫ জুন:- আমফানে প্রকৃত ক্ষতিগ্ৰস্থ হওয়া সত্ত্বেও ক্ষতিপূরনের তালিকায় নাম নেই গ্ৰামবাসীদের , সেই জায়গায় নাম উঠেছে পাকা বাড়ি, দ্বোতলা।বাড়ির লোকেদের । সেই অভিযোগে প্রধানের বাড়ির সামনে পঞ্চায়েতের সদস্য প্রদ্যুৎ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখাল গ্ৰামবাসীদের। ঘটনার জেরে পঞ্চায়েতের প্রধান দিপালী সাঁতরা বচসায় জড়িয়ে পড়েন গ্ৰামবাসীদের সাথে । রীতিমতো তর্কাতর্কি হয় প্রধানের সাথে গ্ৰামবাসীদের।। […]
এক জায়গায় নথিভুক্তকরন, অন্যত্র বন্টন, যন্ত্রনার নাম ‘দুয়ারে রেশন’!
সুদীপ দাস, ১৭ মার্চ:- কথা ছিল সাধারনের ঘরে পৌঁছে যাবে রেশন। গতবছর বিধানসভা ভোটের পর নতুন সরকার ঘটা করে পরীক্ষামূলকভাবে “দুয়ারে রেশন” প্রকল্পের সুচনা করেন। আজও রাজ্যের বিভিন্ন প্রান্তে পরীক্ষামূলকভাবে দুয়ারে রেশন প্রকল্প চালু রয়েছে। তবে বহুক্ষেত্রেই দেখা গেছে দুয়ারে বলতে একটি নির্দিষ্ট এলাকায় ক্যাম্প করে সেখানকার মানুষদের রেশন বন্টন করা হয়েছে। কিন্তু বর্তমানে একটি […]