হুগলি,৬ ফেব্রুয়ারি:- যখন থেকে মোদী সরকারের নেতৃত্বে CAA আইন ভারতবর্ষে কার্যকর হয়েছে। এ রাজ্যে তৃণমূল সেই আইনের বিরোধীতায় বাংলার মানুষকে চড়ম বিভ্রান্তিতে ফেলার একটা চক্রান্ত চালাচ্ছে তাই এদের এই অপচেষ্টার ফাঁদে মানুষ যেনো না পরে তাই তাদেরকে সচেতন করতে সংখ্যালঘু এলাকাগুলি চিহ্নিত করে একটি বিজেপির প্রচার রিপ্লেট নিয়ে প্রচারে নেমেছে। চুঁচুড়া পৌরসভার অন্তগত ৬ নম্বর ওয়ার্ডের ইমামবাড়া সংলগ্ন চকবাজারে প্রচার চালায় বিজেপির নেতা কর্মীরা। এদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বাজার চলা কালীন চলে এই প্রচার। প্রচারে নেতৃত্বে দেয় চুঁচুড়া শহরের বিজেপি নেতা দেবায়ন মজুমদার। তিনি বলেন আমরা এই শহরের প্রতিটি সংখ্যালঘু এলাকায় গিয়ে মানুষকে বোঝাবো এই আইনের বিষয়ে এবং তাদের কাছে সমর্থন চেয়ে মোদীজীর দেওয়া ৮৮৬৬২৮৮৬৬২ নাম্বারে মিস কল করিয়ে এই আইনের কার্যকারিতায় সহযোগিতা চাইবো।