এই মুহূর্তে জেলা

অসময়ে দূর্গা পূজার আনন্দে মাতোয়ারা নদীয়ার নাকাশিপাড়া।

নদীয়া,৩ ফেব্রুয়ারি:-  অসময়ে দূর্গা পূজার আনন্দে মাতোয়ারা নদীয়ার নাকাশিপাড়া থানার ম্যাচপোতা।অতীতে বছরের বেশির ভাগ সময় জলমগ্ন থাকতো বিস্তীর্ণ এলাকা পুজো করা তো দুরস্ত নিজেদের টিকে থাকাটাই ছিল কঠিন লড়াই। তাই শরৎকালের শারদীয়ার আনন্দ থেকে বঞ্চিত হতো এলাকার মানুষ। হতাশা দূর করতে বিধির বিধান মেনে আনুমানিক ৩২০ বছর আগে এই গ্রামে শুরু হয় গণেশ জননী উৎসব,যা কিনা দেবী দুর্গার অপর রূপ।গণেশের জননী মা দুর্গা কে দেবী হিসেবে পূজা করা হয় এই গ্রামে । এখানে দেবী দুর্গার দশ হাতের জায়গায় দুই হাত লক্ষ্মী সরস্বতী কার্তিক এদের কারো মূর্তি থাকে না এই এই দেবীর পাশে ।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                                       এখানে মা দুর্গার কোলে গণেশের স্থান মানে তিনি গণেশের জননী আর ডানে বামে থাকেন জয়া বিজয়া। দুর্গাপুজোর রীতি মেনে চারদিনের পুঁজো। সপ্তমী ,অষ্টমী, নবমী ,দশমী বিভিন্ন জায়গায় কাজ করা দুর দূরান্ত থেকে আত্মীয়-পরিজন এই গ্রামে ভিড় জমান ।পুজোর কদিন বাউল গান,কবি গান,যাত্রাপালা আতশবাজি সবকিছুই হয় এই পুজো মণ্ডপে। পুজোর কটি দিন হিন্দু মুসলিম জাতিভেদ প্রথা ভুলে সকলেই মিলেই আনন্দে মেতে ওঠে। পুজোর চারটি দিন। মেলার পরিবেশ তৈরি হয় এলাকায়। প্রতি বছর অধীর আগ্রহে অপেক্ষা করে এই গণেশ জননী পুজোর জন্য।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.