হুগলি,২৬ জানুয়ারি:- ঘড়ির কাটায় সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলিত হুগলি জেলাশাসক দপ্তরের সামনের মাঠে। পতাকা উত্তোলন করলেন হুগলীর জেলাশাসক ওয়াই রত্নাকর রাও। সঙ্গে ছিলেন হুগলি পুলিশ সুপার (গ্রামীন) তথাগত বসু। পতাকা উত্তোলনের পরই গান স্যালুট জানানো হয় জেলাশাসককে। পুলিশি ব্যান্ডে বেজে ওঠে জনগনমন। গুরুগম্ভীর পরিবেশে তখন মাঠের পাশে দাঁড়িয়ে অগুন্তি ভারতীয়। এরপর বিভিন্ন সরকারী দপ্তর মাঠে অনুষ্ঠিত কুচকাওয়াজে অংশগ্রহন করে।