এই মুহূর্তে কলকাতা

বিরোধে না গিয়ে রাজভবনে মুখোমুখি মমতা-ধনকর।

 

কলকাতা,২৬ জানুয়ারি:- সকালে রাজ্য সরকারের ডাকে, সন্ধ্যায় রাজ্যপালের ডাকে, দুই জন তাদের ডাকে সারা দিয়ে মিলিত হলেন এক সাথে। অবশেষে রাজভবনে রাজ্যপালের ডাকা৷ চা-চক্রে গেলেন মুখ্যমন্ত্রী।  আজ মুখ্যমন্ত্রী সন্ধ্যায় রাজভবন যাবেন কিনা, তা নিয়ে বিভিন্ন মহলের কৌতূহল ছিল। কিন্তু এ দিন সকালে রেড রোডে রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর সাক্ষাতে ইঙ্গিত পাওয়া যায় মুখ্যমন্ত্রী রাজভবনে যাচ্ছেন।  এরপর সন্ধ্যায় দু’জনের সাক্ষাৎ হয় রাজভবনে। এই দিনে রাজভবনে মুখ্যমন্ত্রীসহ বিশিষ্টদের চা-চক্রে আমন্ত্রণ জানিয়ে থাকেন রাজ্যপাল৷ এই অনুষ্ঠানেও রাজ্যপাল আসার আগে পৌঁছে যেতে হয় মুখ্যমন্ত্রীকে।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                         রাজ্যপাল বিদায় নেওয়ার পর রাজভবন ছাড়তে হয় মুখ্যমন্ত্রীকে। সাংবিধানিক বাধ্যকতার কারণেই ২৬ জানুয়ারির একটি কর্মসূচিও এড়াননি মুখ্যমন্ত্রী। তেমন ঘটলে, মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিকে হাতিয়ার করতে পারে বিরোধীরা ৷ সেই সুযোগ মুখ্যমন্ত্রী কাউকেই দিচ্ছেন না বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ এবং বিকেলে রাজভবনের চা-চক্র নিয়ে রাজ্যের তথ্য-সংস্কৃতি সচিব বিবেককুমারের সঙ্গে দিনদুয়েক আগে রাজ্যপালের দীর্ঘ আলোচনার হয়। তখনই ইঙ্গিত মিলেছিল। নতুন করে কোন বিতর্ক চায়নি রাজ্য।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.