এই মুহূর্তে জেলা

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এসে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান সমবায় মন্ত্রীর।

 

হাওড়া,২৬ জানুয়ারি:- “অনেক চক্রান্ত হয়েছে। দেশে বর্হিশত্রু আক্রমণ হয়েছে। বিভেদকামী শক্তি মাথাচাড়া দিয়েছে। কিন্তু তা সত্বেও ভারতের অখন্ডতা, সার্বভৌমত্ব, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল। বজায় থাকবে।” রবিবার ২৬ জানুয়ারি দেশের ৭১তম সাধারণতন্ত্র দিবসের সকালে হাওড়ায় এক অনুষ্ঠানে এসে একথা বলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। এদিন রামকৃষ্ণপুরের চারুচন্দ্র সিংহ লেনে যুব সংঘ আয়োজিত এক অনুষ্ঠানে অরূপ রায় বলেন, “১৯৫০ সালে আমাদের দেশে সংবিধান ঘোষিত হয়েছিল। সেই থেকে স্বাধীন দেশের মানুষ হিসাবে আমরা স্বীকৃতি পেয়েছিলাম। আমাদের জাতীয় সংহতি, সার্বভৌমত্ব আমরা রক্ষা করেছি। আমরা দেশের নাগরিক হিসাবে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলব।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                               এই হোক আমাদের শপথ।” অরূপ রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন আমাদের মানুষের পাশে মানুষের সাথে থাকতে হবে। স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত হাওড়ার রামকৃষ্ণপুরের পবিত্র মাটিতে এই অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠানের সাফল্য কামনা করেন তিনি। এদিন যুব সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সমাজসেবী মোহন বসু, টলি অভিনেত্রী মৌমিতা চক্রবর্তী, তৃণমূল নেতা সৃষ্টিধর ঘোষ, অয়ন বন্দ্যোপাধ্যায়, সুশোভন চট্টোপাধ্যায়, প্রাক্তন মেয়র পারিষদ শ্যামল মিত্র, অরুণ রায়চৌধুরী প্রমুখ। এদিনের শিবিরে চক্ষু, ব্লাড সুগার, ইসিজি সহ বিভিন্ন বিভাগের বিনাব্যয়ে চিকিৎসা করা হয়।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.