এই মুহূর্তে জেলা

হাওড়ায় ফুলমেলার শুভ সূচনা।


 

হাওড়া,১৬ জানুয়ারি:- হাওড়া ফুলমেলার শুভ উদ্বোধন হল মধ্য হাওড়ার বিজয়ানন্দ পার্কে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই মেলার শুভ সূচনা করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার, অভিনেত্রী দেবলিনা দত্ত সহ অন্যান্যরা। উল্লেখ্য, “হাওড়া ফুলমেলা – ২০২০” এর পরিচালনায় রয়েছে হাওড়া বৃক্ষ ও পুষ্প প্রেমী সংগঠন। ১৬ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি এই চার দিন মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এই ফুলমেলার আয়োজন করা হয়েছে। থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন সাংস্কৃতিক সন্ধ্যায় বিশিষ্ট শিল্পীদের নিয়ে সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                      উপস্থিত থাকবেন গায়ক সৈকত মিত্র, সুরজিৎ চট্টোপাধ্যায়, পৌষালি বন্দ্যোপাধ্যায়, মীর, আরফিন রানা সহ নামী শিল্পীরা। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী তথা হাওড়া ফুলমেলা কমিটির সভাপতি অরূপ রায় ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়,  সমাজসেবী সুপ্রীতি চট্টোপাধ্যায়, আইএফএ-র সভাপতি ও বেঙ্গল ফুটবল অ্যাসোসিয়েশন এর সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, আইএফএ-র সম্পাদক জয়দীপ মুখোপাধ্যায় এবং হাওড়া ফুলমেলা কমিটির সম্পাদক শ্যামল মিত্র। এই মেলায় বিভিন্ন নার্সারি থেকে কয়েক হাজার গাছ স্থান পেয়েছে। রয়েছে নানা দুষ্প্রাপ্য গাছ।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.