হুগলি,১৩ জানুয়ারি:- গত রবিবার হুগলির পান্ডুয়ার তিন্না নেতাজী কলোনি এলাকার অপূর্ব কাঞ্জিলাল নামে বছর চারেকের একটি বাচ্চা নিখোঁজ হয়।বাচ্চাটি স্থানীয় অঙ্গনারী স্কুলের ছাত্র। গত রবিবার থেকে নিখোঁজ হয়ে যায় এবং এলাকায় এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো। সোমবার সকালে বাড়ি থেকে বেশ কিছুটা দূরের একটি পুকুর থেকে ডিজাস্টার গ্রুপের কর্মকর্তারা মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় গৌড় চন্দ্র বিশ্বাস নামে এক ব্যক্তি জানান দুপুর 12:30 দিক করে খাওয়া-দাওয়ার পর খেলতে চলে গেছে আর আমরা খুঁজে পাইনি সেই থেকেই সারারাত খুঁজেও কোথাও মেলেনি আজকে পান্ডুয়া থানার পুলিশ আসে ও পুকুরে ডুবুরি নেবে বাচ্চার মৃত্যু দেহ উদ্ধার করে।