হুগলি,১২ জানুয়ারি:- স্মামী বিবেকানন্দের ১৫৭ তম জন্ম দিবস উপলক্ষে চুঁচুড়ার হুগলি মোর থেকে সকাল ১১টা নাগাত এ,বি,ভি, পি চুঁচুড়া শহর ইউনিট একটি মিছিল শোভাযাত্রা করেন। এদিন এই শোভাযাত্রায় কলেজ পড়ুয়াদের সাথে পা মেলাতে সমাজের বেস কিছু বিশিষ্ট মানুষদের, সঙ্গে উপস্তিত ছিলেন রাজনৈতিক দলের নেতারাও। এদিন এই শোভাযাত্রার নেতৃত্ব দেন হুগলি জেলার বিভাগ সংযোজগ রাজীব ঘড়ামী ও জেলার সহ সংযোজিকা ইন্দ্রানী হালদার। এদিন এই শোভাযাত্রা যায় চুঁচুড়ার পিপুলপাঁতি মোর পর্যন্ত এবং সেখানে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে কর্মসূচীর সমাপ্তি হয়। এদিন এবিষয়ে ইন্দ্রানী হালদার বলেন আমরা প্রতি বছরই স্মামী জীর জন্মদিন পালন করি এবং শপথ নিই যেনো সারাটা বছরই ওনার চিন্তা ধারার উপরই নিজেদের জীবন জীবিকা পরিচালনা করতে পারি।এদিন ২০০মত ছাত্র চাত্রী এই মিছিলে অংশগ্রহন করেন।