হুগলি,১২ জানুয়ারি:- স্মামী বিবেকানন্দের ১৫৭ তম জন্ম দিবস উপলক্ষে চুঁচুড়ার হুগলি মোর থেকে সকাল ১১টা নাগাত এ,বি,ভি, পি চুঁচুড়া শহর ইউনিট একটি মিছিল শোভাযাত্রা করেন। এদিন এই শোভাযাত্রায় কলেজ পড়ুয়াদের সাথে পা মেলাতে সমাজের বেস কিছু বিশিষ্ট মানুষদের, সঙ্গে উপস্তিত ছিলেন রাজনৈতিক দলের নেতারাও। এদিন এই শোভাযাত্রার নেতৃত্ব দেন হুগলি জেলার বিভাগ সংযোজগ রাজীব ঘড়ামী ও জেলার সহ সংযোজিকা ইন্দ্রানী হালদার। এদিন এই শোভাযাত্রা যায় চুঁচুড়ার পিপুলপাঁতি মোর পর্যন্ত এবং সেখানে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে কর্মসূচীর সমাপ্তি হয়। এদিন এবিষয়ে ইন্দ্রানী হালদার বলেন আমরা প্রতি বছরই স্মামী জীর জন্মদিন পালন করি এবং শপথ নিই যেনো সারাটা বছরই ওনার চিন্তা ধারার উপরই নিজেদের জীবন জীবিকা পরিচালনা করতে পারি।এদিন ২০০মত ছাত্র চাত্রী এই মিছিলে অংশগ্রহন করেন।
Related Articles
বি.গার্ডেনের গাছ খুঁজতে অ্যাপ আনল বিএসআই কর্তৃপক্ষ।
হাওড়া , ১০ অক্টোবর:- শিবপুর বোটানিক্যাল গার্ডেনের গাছ খুঁজতে এবার অ্যাপ আনল বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ( বিএসআই ) কর্তৃপক্ষ। শিবপুর বোটানিক্যাল গার্ডেনের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য দ্রষ্টব্য বস্তু হল প্রাচীন বটবৃক্ষ। যেটি প্রায় ২৫০ বছরের প্রাচীন। গাছটির পরিধি ৩৩০ মিটার। বেড়াতে এসে এই প্রসিদ্ধ বটগাছ দেখতে চান সকলেই। কিন্তু তাঁদের গার্ডেনে এসে তা খুঁজতে সময় লেগে […]
বর্জ্য থেকে স্পিনিংমিলে আগুন, মৃত১, জখম১।
সুদীপ দাস, ১ মার্চ:- পাটের বর্জ্য থেকে আগুন। মৃত এক মহিলা শ্রমিক। ঘটনায় অগ্নিদ্বগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও এক মহিলা শ্রমিক। মঙ্গলবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলীর পোলবা থানার হোসনেবাদের একটি স্পিনিং মিলে। ওই মিলে মূলতঃ পাটের সুতো তৈরী হয়। মৃত মহিলার নাম অনিমা দাস। বাড়ি মগরার অ্যাডকোনগরে। জখম মহিলা শ্রমিকের নাম সরস্বতী ধার। আহত […]
মইদুলের স্ত্রীকে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন রাজ্যসরকার।
বাঁকুড়া , ১৯ ফেব্রুয়ারি:- নবান্ন অভিযান গিয়ে পুলিশের আঘাতে আক্রান্ত হয়ে গত ১৫ই ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কোতুলপুর এর ডিওয়াইয়াফাই কর্মী মইদুল ইসলাম মিদ্দা। তিনি ছিলেন তার পরিবারের এক মাত্র রোজকেড়ে ব্যাক্তি। তাই সেই দিন বিকালেই নবান্নে বসে তার পরিবারের এক জন কে সরকারি চাকরি দেবার প্রতিসূতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেই কথা মতোই […]