এই মুহূর্তে কলকাতা

মুকুলের সঙ্গে কোনওদিনও মতবিরোধ ছিল না , ঘরের ছেলেকে পাশে বসিয়ে বললেন মমতা।

কলকাতা, ১১ জুন:- দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বিজেপি নেতা মুকুল রায় এবং তার পুত্র শুভ্রাংশু রায় আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। কলকাতা তৃণমূল কংগ্রেস ভবনে দলনেত্রী মমতা ব্যানার্জি সহ শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে তারা তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন করেন। মুকুল রায় এবং শুভ্রাংশু রায় কে উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তনের পর মুকুল রায় বলেন, মমতা ব্যানার্জির হাত ধরেই বাংলা নিজের জায়গায় ফিরবে। সর্বভারতীয় নেত্রী হিসেবে মমতা ব্যানার্জি আগামী দিনে নেতৃত্ব দেবেন। তিনি দাবি করেন থাকতে না পেরে বাধ্য হয়েই তিনি বিজেপি ত্যাগ করেছেন।

কি কি কারণে তাকে বিজেপি ছাড়তে হলো তা বিস্তারিত ভাবে লিখিত আকারে সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করবেন বলেও মুকুলবাবু জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি মুকুল রায়ের প্রত্যাবর্তন কে ঘরে ফেরা বলে মন্তব্য করেছেন। তিনি বলেন মুকুল রায়ের সঙ্গে তার কোনো ব্যাক্তিগত মতবিরোধ নেই। তৃণমূল কংগ্রেসে ফিরে এসে তিনি মানসিকভাবে শান্তি পাবেন বলেও তৃণমূল কংগ্রেস নেত্রী আশা প্রকাশ করেছেন।মমতা ব্যানার্জি আরও বলেন, মুকুল রায় নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনও অপ্রীতিকর কথা বলেননি৷ কিন্তু নির্বাচনের আগে তৃণমূল ত্যাগী অনেক নেতাই বিশ্বাস ঘাতকতা করেছেন, দলকে আক্রমণ করেছেন৷ তাঁদেরকে দলে ফেরানো হবে না।