এই মুহূর্তে জেলা

যেভাবে গ্যাসের দাম বেড়ে চলছে, বেশিরভাগ গ্রাহক গ্যাস কেনা বন্ধ করে দিয়েছে।

হুগলী,১০ জানুয়ারি:- ধোঁয়া মুক্ত সমাজ গড়ার লক্ষে কেন্দ্রীয় সরকার ২০১৬ সালের জুলাই মাস থেকে দরীদ্রসীমায় বসবাসকারী উপভোক্তাদের উজ্জ্বলা প্রকল্পের আওতায় বাড়ি বাড়ি বিনামূল্যে রান্নার গ্যাস সিলেন্ডার ও রান্নার ওভেন দেওয়া হয়েছিল। কিন্তু যেভাবে গ্যাসের দাম বেড়ে চলছে, বেশিরভাগ গ্রাহক গ্যাস কেনা বন্ধ করে দিয়েছে। বিশেষ করে দিনমজুরেরা কাঠের উপর ভরসা করে রান্না চালিয়ে যাচ্ছে। সেই জঙ্গলের কাঠ ও গাছের ডালপালার উপর ভরসা করে রান্না করছে। উজ্জ্বলা প্রকল্পের আওতায় থাকা গ্রাহকরা সমস্যায় পড়ে ভীড় জমাচ্ছে বিভিন্ন পঞ্চায়েতে। এককথায় বলা যেতে পারে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প বাস্তয়াবিত হচ্ছে না বলে জানিয়েছেন পঞ্চায়েতের উপপ্রধান। তবে গ্যাস ডিস্ট্রিবিউটাররা জানিয়েছেন,

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                            বর্তমানে এই প্রকল্পে থাকা গ্রাহকদের ( ১৪.২ কেজি ) সিলিন্ডারের বদলে ৫ কেজি সিলিন্ডার দেওয়ার ব্যাবস্হা গ্রহন করা হচ্ছে। সেইমত প্রচার শুরু করেছে তারা। কিন্তু আজ থেকে সিলিন্ডার প্রতি ২১-টাকা দাম বৃদ্ধি হওয়ার কারণে আরো সমস্যায় পড়েছে সাধারণ গ্রাহক থেকে উজ্জ্বলা প্রকল্পের আওতায় থাকা গ্রাহকরা। আরও বেশি ধোঁয়াশা রয়েছে গত সেপ্টেম্বর মাস থেকে কত টাকা সরকারি গ্যাসে ভর্তুকি পাঁচ আছে তা কোনও গ্রাহক জানতে পারছে না। এই উজ্জ্বলা প্রকল্পে উপভোক্তাদের কেন্দ্রীয় সরকার গ্যাস সিলিন্ডার, গ্যাস রেগুলেটার, Domestic Gas Consumer Card ও Deposit Money হিসাবে ভর্তুকি দিয়েছিল।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.