এই মুহূর্তে জেলা

জাতীয় সড়কে গাড়ি চালকদের ক্লান্তি কাটাতে শীতের ভোরে জল, গরম চা-বিস্কুট হাতে তুলে দিচ্ছে ট্রাফিক পুলিশ। দুর্ঘটনা কমাতে অভিনব উদ্যোগ হাওড়ায়।

 

হাওড়া,২ জানুয়ারি:- শহরে ঘটে চলা দুর্ঘটনার হার কমাতে এবার অভিনব কর্মসূচি নিল হাওড়া সিটি ট্রাফিক পুলিশ। এ বিষয়ে চালকদের সচেতন করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে তারা। সারারাত গাড়ি চালানোর পর চালকরা যাতে ক্লান্তিতে গাড়ির মধ্যেই স্টিয়ারিং হাতে ঘুমিয়ে না পড়েন বা এতে দুর্ঘটনা যাতে না ঘটে তারজন্যে শীতের ভোরে তাদের চোখে-মুখে জল দিয়ে হাতে এক ভাঁড় গরম চা, বিস্কুট দেওয়া হচ্ছে কোনা ট্রাফিক গার্ডের তরফ থেকে। গত কয়েকদিন ধরেই চলছে এই অভিনব কর্মসূচি। এ বিষয়ে ট্রাফিকের ওসি প্রবীর মোহন্ত বলেন,

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                                    “আমরা প্রতিদিন ভোরে গাড়ি চালকদের সচেতন করতে উদ্যোগ নিয়েছি। সারারাত গাড়ি চালানোর পর গাড়ি চালকদের যে ক্লান্তি আসে সেই ক্লান্তি দূর করার জন্য আমরা কোনা ট্রাফিক গার্ডের তরফ থেকে কোনা এক্সপ্রেসওয়ের বাবলাতলা ও ওয়েলকাম মোড়ে ভোরবেলায় গাড়ি দাঁড় করিয়ে চালকদের চোখে-মুখে জল দেওয়া, গরম চা, বিস্কুট খেতে দেওয়া ও তাদের সঙ্গে কিছুটা কথা বলা আলাপচারিতা করার উদ্যোগ নিয়েছি। এরপরই তারা গাড়ি নিয়ে বের হচ্ছে। শীতের ভোরে যাতে সড়ক দুর্ঘটনা কমানো যায় তারজন্যই গাড়ি চালকদের সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনে টোল প্লাজা সহ অন্যান্য জায়গাতেও এমন উদ্যোগ নেওয়া হবে।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                                                                                                     আমাদের আশা এতে দুর্ঘটনা কমবে। গাড়ি দাঁড় করিয়ে চালকদের সঙ্গে কথা বললে তাদের চা, জল দিলে পুলিশের সঙ্গে চালকদের সম্পর্ক আরও ভালো হবে। শীতকালে কুয়াশার কারণে অনেক বেশি দুর্ঘটনা ঘটে। তাই দুর্ঘটনা কমাতে কোনা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।”

There is no slider selected or the slider was deleted.