এই মুহূর্তে জেলা

রাষ্ট্রপতিও নিজের জন্মের শংসাপত্র দেখাতে পারবেন না – আব্দুল মান্নান।

হুগলি,২২ ডিসেম্বর:- হুগলি জেলা কংগ্রেসের ডাকে NRC ও CAA এর বিরোধিতায় মিছিল শ্রীরামপুর মাহেশ থেকে জি টি রোড বরাবর বটতলা পর্যন্ত। মিছিলে উপস্থিত ছিলেন, প্রদীপ ভট্টাচার্য ও আব্দুল মান্নান সহ কংগ্রেস কর্মীরা। প্রদীপ ভট্টাচার্য বলেন, সারা ভারতবর্ষ ব্যাপী একটা গন জাগরন তৈরী হয়েছে। সরকারের প্রতি এত তীব্র প্রতিবাদ এবং ঘনিভূত প্রতিবাদ দীর্ঘদিন দেখা যায়নি। এটা মনে করার কোনো কারন নেই এই প্রতিবাদ শুধু মুসলিমদের প্রতিবাদ। এই প্রতিবাদ হিন্দু, মুসলিম সহ সব ধর্মের মানুষের সমবেত প্রতিবাদ। তার কারন এনআরসি বা নাগরিকত্ব আইন সব সম্প্রদায়ের মানুষকে আঘাত করবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                    কংগ্রেস আদম সুমারী বা জনগণনা করেছিলো এনআরসি না। ২১ সালে আবার জনগণনা হবে। জনগণনা করলেই তো দেশের কত জনগোষ্ঠী কত সম্প্রদায় কত পুরুষ কত মহিলা সব বেরিয়ে আসবে। এনআরসির দরকারটা কি? কেন শুধু নাগরিক আইনের করে আমাদের মধ্যে বিভেদ তৈরী করে মানুষকে আতঙ্কগ্রস্থ করছে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.