এই মুহূর্তে খেলাধুলা

ডানমাইয়া আর রফিক কে জানুয়ারি তে ইস্টবেঙ্গল এ নেওয়ার সম্ভবনা।

অঞ্জন চট্টোপাধ্যায়,২০ডিসেম্বর:- ডানমাইয়া আর রফিক কে জানুয়ারি তে ইস্টবেঙ্গল এ নেওয়ার সম্ভবনা।  ডার্বি হতে পারে ১৯ জানুয়ারী ফেডারেশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে দুই প্রধান কে । তার আগে খুশির ঝলক ইস্ট বেঙ্গল । তাঁদের ডানমাইয়া রালতে ও মোহাম্মদ রফিক কে নেওয়ার সম্ভবনা ইস্ট বেঙ্গল এ। গোল করার লোক আর মিডফিল্ড এই দুটো বিভাগ এ ইস্টবেঙ্গল কে দুর্বল দেখা গেছে । যদিও কোচ আলেজান্দ্রো উপর নির্ভর করছে অনেক কিছু । রফিক জানিয়েছেন, ইস্টবেঙ্গল এ খেলা আমার সব সময় স্বপ্ন যদি ফের নামতে পারি ভালো লাগবে । যদিও কোয়েস কর্তারা চাইছেন একজন ভালো বিদেশি স্ট্রাইকার।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.