এই মুহূর্তে জেলা

সিএবি ও এনআরসি বিরোধিতায় আন্দোলনের আঁচ আছড়ে পড়লো মালদায়।

মালদা,১৫ ডিসেম্বর:- সিএবি ও এনআরসি বিরোধিতায় আন্দোলনের আঁচ আছড়ে পড়লো মালদায়।আন্দোলনের নামে তান্ডব চললো ভালুকা রোড স্টেশনে। রবিবার সকাল থেকেই মালদার ভালুকা রোড রেল স্টেশনে ভাংচুর সহ আগুন জ্বালিয়ে বিক্ষোপ চালায় আন্দোলনকারীরা। সাথে ট্রেনের সামনে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।কয়েক হাজার গ্রামবাসি এই বিক্ষোভ আন্দোলনে শামিল হয়। নো এনআরসি নো ক্যাপ এই স্লোগানকে সামনে রেখে চলতে থাকে আন্দোলনের নামে তান্ডব। ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে ভালুকা রোড রেল স্টেশনজুড়ে।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                       আটকে পড়ে দূরপাল্লার ট্রেন।সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। যদিও পরে পুলিশ পৌঁছে কয়েক ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেতে সক্ষম হয়। ঘটনায় পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ আন্দোলনকারীদের।এনারসি ও ক্যাব বিরোধী এই আন্দোলন ঘিরে ব্যাপক উত্তেজনা স্টেশন চত্বরে । জেলায় জেলায় হিংসা রোধে পশ্চিমবঙ্গ সরকারের একাধিক পদক্ষেপ অনির্দিষ্টকালের জন্যে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ। মালদহ, মুর্শিদাবাদ,হাওড়া, উত্তর দিনাজপুর,বসিরহাট মহকুমা দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর মহকুমা,ক্যানিং মহকুমা ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ প্রশাসনের।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.