হাওড়া,৪ ডিসেম্বর:– হাওড়ার বালির নিশ্চিন্দায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ এই ঘটনায় মৃতার স্বামীকে গ্রেফতার করেছে। নিশ্চিন্দা থানা সূত্রের খবর, সাঁপুইপাড়া ষষ্ঠীতলার বাসিন্দা ওই গৃহবধূর নাম সঞ্চিতা মল্লিক মন্ডল(৩৩)। এদিন ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। দরজা ভেঙে দেহ উদ্ধার হয়। মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। এই ঘটনায় গৃহবধূর স্বামীকে গ্রেফতার করা হয়েছে। তিনি এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য বলে জানা গেছে। বুধবার তাঁকে হাওড়া আদালতে তোলা হয়। মৃতার পরিবারের অভিযোগ, সঞ্চিতাদেবীকে মারধর করা হত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।