হুগলি,৪ ডিসেম্বর:- উত্তরপাড়ায় চুরির রেশ কাটতে না কাটতেই আবারও চুরির ঘটনা ঘটলো ফের চুরি কোন্নগর নবগ্রামে । বাবুলাল সাউ ফ্যামিলি নিয়ে বিহারে গিয়েছিলেন ছুটি কাটাতে । ফাঁকা বাড়ি থাকায় আজ ভোর রাতে তালা ভেঙ্গে ঘরে ঢুকে দুটি আলমারি ভেঙ্গে রুপোর থালা গ্লাস,সোনার গয়না ও বেশ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় চোররা ।বারবার এই চুরির ঘটনায় যথেষ্টই আতঙ্কিত স্থানীয় মানুষ।
Post Views: 341









