এই মুহূর্তে জেলা

প্রিয়াঙ্কা রেড্ডিকে ধর্ষণ ও নৃশংসভাবে খুনের ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ হাওড়ায়।

 

হাওড়া,১ ডিসেম্বর:-  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবিতে হাওড়ায় বিক্ষোভ দেখাল মহিলা তৃণমূল কংগ্রেস। রবিবার হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের পক্ষ থেকে ৫৭ নম্বর ওয়ার্ডে তেলেঙ্গানার পশু চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডির ধর্ষণ ও খুনের প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয় ও অমিত শাহের ছবি পোড়ানো হয়। প্রায় শ’খানেক মহিলার উপস্থিতিতে এই কর্মসূচি হয়। আন্দোলনকারীদের তরফে প্রাক্তন কাউন্সিলর চৈতালি বিশ্বাস জানান, যেভাবে ওই পশু চিকিৎসককে ধর্ষণ এবং তারপরে তাকে পুড়িয়ে মারা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতেই তারা রাস্তায় নেমেছেন। কেন্দ্রের বিজেপি সরকারের ছত্রছায়ায় ভারতীয় মহিলারা সুরক্ষিত নয়। এই নারকীয় ঘটনা প্রমাণ করে দিয়েছে যিনি স্বরাষ্ট্র দফতর চালাচ্ছেন তিনি অযোগ্য। তাই তারা পথে নেমেছেন ডাক্তার প্রিয়াঙ্কা রেড্ডির ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে। পাশাপাশি তারা এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করছেন তারা।