মালদা,২৭ নভেম্বর:- ইংরেজবাজার পুর এলাকার ১২নং ওয়ার্ডে আগুন।আগুনে পুরে মৃত এক। আগুনে পুড়ে ছাঁই ১২টি ঝুপড়ি। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানা বালুচরের বস্তি এলাকায়। আজ ভোর রাতে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ করছে। মৃতের নাম শেফালি বড়ুয়া(৫৫)। তবে কিভাবে আগুন লাগলো তার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল।
Post Views: 301