এই মুহূর্তে জেলা

নাগরিকত্ব প্রমাণ হবে দেশপ্রেম দিয়ে। হৃদয় দিয়ে। কাগজ দিয়ে নয়।মন্তব্য বাম নেতা মহঃ সেলিমের।

 

হাওড়া,২২ ডিসেম্বর:- “ওরা ( কেন্দ্রের সরকার ) বলছে নাগরিক কিনা কাগজ দেখাও, আর আমরা বলছি নাগরিকতা কাগজ থেকে আসে না। দেশপ্রেমটা কাগজ থেকে আসে না। মন থেকে আসে। হৃদয় থেকে আসে।” রবিবার সকালে সিএএ, এনআরসি, এনপিআর-র প্রত্যাহারের দাবিতে হাওড়ায় এক পদযাত্রায় যোগ দিয়ে এই মন্তব্য করেন সিপিএম নেতা মহঃ সেলিম। তিনি এদিন বলেন, “বিভেদকামী রাজনীতির ভিত্তিতে আমাদের দেশের সরকার নাগরিকত্ব সংশোধনী আইন, এনপিআর, এনআরসি-র নামে একটার পর একটা পদক্ষেপ গ্রহণ করছে। ওরা মনে করেছিল ধর্মের উন্মাদনা তৈরি করে মানুষকে ভাগ করবে। বিভেদধর্মীর বিরুদ্ধে মিলনধর্মী নাগরিক সমাজ, মানুষ, রাজনৈতিক দল শুধু বামপন্থীরা নয়, যারা বিবেকসম্পন্ন মানুষ আছেন তারা সবাই উঠে আজ গোটা দেশ উত্তাল। ওরা ইন্টারনেট বন্ধ করে ১৪৪ ধারা জারি করে সাম্প্রদায়িক রং চড়িয়ে এবং পুলিশ লাঠি পিটিয়ে উত্তরপ্রদেশে, দিল্লিতে, অসম থেকে গোটা দেশে ওরা জরুরি অবস্থার থেকেও খারাপ অবস্থা তৈরি করেছে।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                             খবরের কাগজ টিভি চ্যানেলগুলিকে নির্দেশ দেওয়া হচ্ছে কোনটা সরকারের পক্ষে সেটা বলবে আর কোনটা বলবে না। অথচ বিজেপি আরএসএস দেখছি মানুষের মন বিষিয়ে দেওয়ার জন্য নানারকমের কসরত করে মিথ্যা বিচার করে ফটোশপ করে ভিডিও করে এই কাজটা করছে যাতে ভাগ হয়। ওরা যত ভাগ করার চেষ্টা করছে তত বেশি মানুষ এককাট্টা হচ্ছে। আজকের এই পদযাত্রাও এই মিলনধর্মী যে রাজনীতি আমাদের যে সংস্কৃতি যেখানে জাত, ধর্ম, বর্ণের নামে নাগরিকতাকে ভাগ করা যায় না সেই বার্তা দিচ্ছে। দ্বিতীয়ত, ফ্যাসিস্ট সরকার ভেবেছিল তারা যা বলবে লোকে মুখ বুজে সহ্য করে নেবে। গণতন্ত্রকে শেষ করে দিতে চেয়েছে। আমাদের রাজ্যে যেমন তৃণমূল করেছে দীর্ঘদিন ধরে। ওরা বলছে নাগরিক কিনা কাগজ দেখাও আর আমরা বলছি নাগরিকতা কাগজ থেকে আসে না। দেশপ্রেমটা কাগজ থেকে আসে না।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                মন থেকে আসে। হৃদয় থেকে আসে।” উল্লেখ্য, রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখা এবং জনজীবন স্বাভাবিক রাখার পাশাপাশি এনপিআর, এনআরসি এবং সিএএ প্রত্যাহারের দাবিতে হাওড়া জেলা বামফ্রন্ট ও অন্যান্য সহযোগী দলগুলির ডাকে রবিবার সকালে পদযাত্রা হয় হাওড়ায়। শিবপুর কাজিপাড়া মোড় থেকে সালকিয়া পিলখানা পর্যন্ত এই পদযাত্রায় মহঃ সেলিম ছাড়াও দীপক দাশগুপ্ত সহ অন্যান্য বাম নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

There is no slider selected or the slider was deleted.