স্পোর্টস ডেস্ক , ১৭ জুন:- বছর শেষে কোভিড-১৯ প্রতিকূলতাকে পিছনে ফেলে কঠিন সিরিজ খেলতে উড়ান ধরবে ভারতীয় দল। আর সেই সিরিজ নিয়ে এবার চর্চা শুরু করে দিলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার মাটিতে এ বছর পিঙ্ক বলে দিন রাতের টেস্ট খেলবে ভারত। সেই নিয়েই মন্তব্য করেছেন রোহিত।হিটম্যান বলেন, অস্ট্রেলিয়ার মাঠে দিন রাতের পরিবেশে মানিয়ে নেওয়া ভারতীয় ক্রিকেটারদের কাছে চ্যালেঞ্জিং হতে চলেছে।
উল্লেখ্য পিঙ্ক বলে ভারত এখনও পর্যন্ত দেশের মাটিতে একটি মাত্র টেস্ট ম্যাচই খেলেছে। ২০১৯ সালে নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে কোহলিরা পিঙ্ক বল টেস্টে প্রথমবার ম্যাচ খেলে। সেই টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে ইনিংস ও ৪৬ রানে ম্যাচ জিতেছিল ভারত। অন্যদিকে অস্ট্রেলিয়া এখনও সাতটি দিন রাতের টেস্ট ম্যাচ খেলে সাতটিতেই জয় পেয়েছে। এই সাত ক্ষেত্রে অস্ট্রেলিয়া ঘরের মাঠে দিন রাতের পরিবেশে খেলে প্রতিপক্ষকে দুরমুশ করেছে।