কলকাতা, ১৯ মে:- ৭৬ দিনের মাথায় প্রকাশিত হল এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। গত বছরের তুলনায় এবার পাশের হার সামান্য কমেছে। এ বছর পাশের হার ৮৬.১৫ শতাংশ। গত বারের চেয়ে এই হার কমেছে ০.৪৫ শতাংশ। প্রথম দশে ১৬টি জেলা থেকে রয়েছেন ১১৮ জন। তবে এর মধ্যে কলকাতার কোনও পরীক্ষার্থী নেই। শুক্রবার সাংবাদিক বৈঠকে ফল ঘোষণা করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।তিনি জানান,মাধ্যমিকে প্রথম হয়েছেন কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী হাই স্কুলের ছাত্রী দেবদত্তা মাঝি। তিনি পেয়েছেন ৬৯৭। যুগ্ম ভাবে দ্বিতীয় হয়েছেন বর্ধমানের শুভম পাল এবং মালদহের রিফাত হাসান সরকার।
তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯১। দ্বিতীয় শুভম পাল পূর্ব বর্ধমান মিউনিসিপাল স্কুলের ছাত্র। রিফাত হাসান সরকার মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র।তৃতীয় স্থানে রয়েছেন ৬ জন ছাত্রছাত্রী। এবার ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিলেন। এর মধ্যে ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন পাশ করেছেন। পূর্ব মেদিনীপুর জেলায় পাশের হার সবচেয়ে বেশি। এই জেলায় পাশের হার ৯৬.৮১ শতাংশ। পাশের হারে দ্বিতীয় স্থানে থাকা কালিম্পংয়ে ৯৪.১৩ শতাংশ ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে। কলকাতা রয়েছে তৃতীয় স্থানে। কলকাতায় পাশের ৯৩.৭৫ শতাংশ। আগামী বছর মাধ্যমিক শুরু ২ ফেব্রুয়ারি, শুক্রবার। শেষ হবে ১২ ফেব্রুয়ারি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সব ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি তাদের আগামী দিনগুলির সাফল্য কামনা করেছেন।