এই মুহূর্তে জেলা

ঠান্ডার কারণে মৃত্যু হল এক ব্যক্তির।

কোচবিহার,২০ ডিসেম্বর:- ঠান্ডার কারণে মৃত্যু হল এক ব্যক্তির। ঔ ব্যক্তির নাম রঞ্জিত বলে জানা গিয়েছে।শুক্রবার সকালে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশ্রামাগারে এক ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্হানীয় লোকজন। স্থানীয় সূত্রে জানা গেছে ওই ব্যক্তি শ্রীকৃষ্ণ মিষ্টি ভান্ডার কাজ করতেন। ঠান্ডার কারণে মৃত্যু বলে মনে করা হচ্ছে।গত কয়েকদিন থেকে প্রবল শৈত্য প্রবাহে জবুথবু কোচবিহারের পরিবেশ।

There is no slider selected or the slider was deleted.


হাওয়া অফিসের ঘোষণা অনুযায়ি শনিবার পর্যন্ত এই অবস্থা থাকবে। গোটা তরাই ডুয়ার্স অঞ্চলে আবহাওয়ার এই সতর্ক বানী রয়েছে। যা যথেষ্ট চিন্তার কারন সাধারণ মানুষের।
গত দুদিন থেকে কুয়াশাছন্ন পরিবেশে জাঁকিয়ে পরেছে শীত। এবারে শীতের একেবারে ঝোড়ো ইনিংস চলছে তো চলছেই। আবহাওয়া দপ্তরের আধিকারি জানিয়েছেন, উত্তরবঙ্গ জেলার পাশাপাশি এই দুদিন দক্ষিণবঙ্গের ১২টি জেলাতেও শৈত্য প্রবাহ বইবে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.