স্পোর্টস ডেস্ক, ১১ জুন:- সাল ২০০৪। দেওধর ট্রফির ম্যাচে পূর্বাঞ্চলের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। জাতীয় দলে উপেক্ষিত থাকার হতাশা দূর করতে ঠিক করে নিয়েছিলেন, এমন ছক্কা হাঁকাবেন, যা এক্কেবারে মাঠে থাকা নির্বাচকদের গায়ের ওপর পড়ে। তারপর সেই বিধ্বংসী ইনিংস। জাতীয় দলে ডাক। বাকিটা ইতিহাস। মহেন্দ্র সিংহ ধোনির জাতীয় দলে অন্তর্ভুক্তির এই কাহিনি প্রায় সকলেরই জানা। তবে সেই সময়কার জাতীয় নির্বাচক তথা প্রাক্তন উইকেটকিপার সৈয়দ কিরমানি ফাঁস করলেন, ধোনির সুযোগ পাওয়ার আর এক অজানা বৃত্তান্ত। দারুণ সম্ভাবনাময় সেই ক্রিকেটার দলে আসতেই পারে বলে কিরমানিকে জানিয়েছিলেন প্রণব রায়। তাঁর কাছ থেকে শোনার পরে কিরমানি জানতে চান, সেই ম্যাচে ধোনি খেলছেন কি না। কিরমানি বলেছেন, “প্রণব আমাকে জানায় সেই তরুণ ওই ম্যাচে উইকেটকিপিং করছে না। ফাইন লেগে ফিল্ডিং করছে। তখন ধোনির গত দু’ বছরের পরিসংখ্যান দেখতে চাই । তা দেখে তো আমি অবাক হয়ে যাই। ব্যাটিংয়ে দারুণ ধারাবাহিকতার পরিচয় দিয়েছে ধোনি। আর সেই পরিসংখ্যান দেখার পরে ওর কিপিং না দেখেই পূর্বাঞ্চল দলে নেওয়ার সম্মতি দিয়ে দিই।”
Related Articles
নবান্নের ১৪ তলায় আগুন।
কলকাতা, ১২ অক্টোবর:- রাজ্যের সচিবালয় নবান্নের ১৪ তলায় আজ দুপুরে আগুন লাগে। প্রশাসনিক সূত্রে খবর দুপুর বারোটা নাগাদ প্রথম ওই তলার ধোঁয়া বেরোতে দেখা যায়। ধোঁয়া প্রথমে চোখে পড়ে সেখানে মোতায়েন পুলিশ কর্মীদের চোখে। তাঁরা সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন। ঘটনাস্থলে একের পর এক ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন। দমকল কর্মীরা যে জায়গায় ধোঁয়া বেরিয়েছে, […]
শুভেন্দুর গড়ে চ্যালেঞ্জ মমতার , নন্দীগ্রাম থেকে তিনিই দাঁড়াবেন ঘোষণা সভা থেকে।
নন্দীগ্রাম, ১৮ জানুয়ারি:- বিধানসভা ভোটের এখনো প্রায় মাস দুয়েক দেরি। এখন থেকেই বিধানসভা ভোটকে পাখির চোখ করে বিজেপিকে মাস্টার স্ট্রোক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন তৃণমূলনেত্রী। বিধানসভা ভোটে নন্দীগ্রাম কেন্দ্র থেকে তিনি নিজেই লড়াই করতে চান বলে এদিন নন্দীগ্রামের জনসভা থেকে ঘোষণা করলেন মমতা। দরকারে ভবানীপুর কেন্দ্র থেকেও লড়াই করবেন তিনি। […]
ইস্টবেঙ্গলে দশ নম্বর জার্সি নিয়ে মুচমুচে খবর
প্রসেনজিৎ মাহাতো ২৯ নভেম্বর:- আইএসএলে প্রথম ম্যাচ খেলে ফেলল এস িস ইস্টবেঙ্গল। কিন্তু লাল–হলুদের ১০ নম্বর জার্সির মালিক কে? ডার্বিতে তা অধরা থেকে গিয়েছে। এটিকে মোহনবাগানের দশ নম্বর জার্সির মালিক এডু গার্সিয়া। এস সি ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার দশ নম্বর জার্সি কাউকে দেননি। সুতরাং লাল–হলুদের এখনও পর্যন্ত দশ নম্বরের মালিক কেউ নেই। কিন্তু এই দশ […]