স্পোর্টস ডেস্ক, ১১ জুন:- সাল ২০০৪। দেওধর ট্রফির ম্যাচে পূর্বাঞ্চলের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। জাতীয় দলে উপেক্ষিত থাকার হতাশা দূর করতে ঠিক করে নিয়েছিলেন, এমন ছক্কা হাঁকাবেন, যা এক্কেবারে মাঠে থাকা নির্বাচকদের গায়ের ওপর পড়ে। তারপর সেই বিধ্বংসী ইনিংস। জাতীয় দলে ডাক। বাকিটা ইতিহাস। মহেন্দ্র সিংহ ধোনির জাতীয় দলে অন্তর্ভুক্তির এই কাহিনি প্রায় সকলেরই জানা। তবে সেই সময়কার জাতীয় নির্বাচক তথা প্রাক্তন উইকেটকিপার সৈয়দ কিরমানি ফাঁস করলেন, ধোনির সুযোগ পাওয়ার আর এক অজানা বৃত্তান্ত। দারুণ সম্ভাবনাময় সেই ক্রিকেটার দলে আসতেই পারে বলে কিরমানিকে জানিয়েছিলেন প্রণব রায়। তাঁর কাছ থেকে শোনার পরে কিরমানি জানতে চান, সেই ম্যাচে ধোনি খেলছেন কি না। কিরমানি বলেছেন, “প্রণব আমাকে জানায় সেই তরুণ ওই ম্যাচে উইকেটকিপিং করছে না। ফাইন লেগে ফিল্ডিং করছে। তখন ধোনির গত দু’ বছরের পরিসংখ্যান দেখতে চাই । তা দেখে তো আমি অবাক হয়ে যাই। ব্যাটিংয়ে দারুণ ধারাবাহিকতার পরিচয় দিয়েছে ধোনি। আর সেই পরিসংখ্যান দেখার পরে ওর কিপিং না দেখেই পূর্বাঞ্চল দলে নেওয়ার সম্মতি দিয়ে দিই।”
Related Articles
রাস্তায় বাস না নামালে ভাড়া নিয়ে আলোচনা নয় বেসরকারি বাস মালিকদের কড়া বার্তা পরিবহন মন্ত্রীর।
কলকাতা, ৫ জুলাই:- বাস ভাড়া বৃদ্ধি নিয়ে নিজেদের অবস্থানে অনড় রাজ্য সরকার। রাস্তায় বাস না নামানো পর্যন্ত ভাড়া বৃদ্ধি নিয়ে কোনরকম আলোচনা সম্ভব নয় বলে রাজ্য সরকারের তরফ স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম সোমবার দু’দফায় বিভিন্ন বেসরকারি বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠক করেন। সেখানে মালিকপক্ষকে তিনি বলেন, আগে রাস্তায় বাস নামান৷ তার […]
করোনার সংক্রমণ বাড়ায় মাস্ক ও বিধি নিষেধের ওপরে জোর দিল সরকার।
কলকাতা, ১৬ জুলাই:- রাজ্যে করোনা সংক্রমণের উর্ধ্বগতি রুখতে রাজ্য সরকার মাস্ক ব্যবহার ও অন্যান্য করোনা বিধিননিষেধ মেনে চলার ওপরে জোর দিয়েছে। পাশাপাশি বুস্টার ডোজ সহ সার্বিক করোনা টিকাকরণে জোর দিতে বলা হয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী শনিবার করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের সব জেলা জেলা শাসক, পুলিশ, মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের বৈঠক করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব […]
পাশে পুরনিগম। নিরাপদ আশ্রয় পেলেন অসহায় বৃদ্ধা।
হাওড়া, ২৪ ডিসেম্বর:- হাওড়া পুরসভার পরিচালনাধীন শহুরী গৃহহীনদের আবাস প্রকল্প ‘ঘরে ফেরা’র মাধ্যমে শিবপুর নিবাসী এক বৃদ্ধা আশ্রয় পেলেন। কমলা দেবনাথের আপাতত থাকা-খাওয়ার ব্যবস্থা হয়েছে হাওড়ার ওই আবাসে। পশ্চিমবঙ্গ নগর জীবিকা মিশনের অধীনে হাওড়া পুরনিগমের পরিচালনায় শহুরী গৃহহীনদের জন্য ওই আবাস প্রকল্পে কমলাদেবীর মাথা গোঁজার আশ্রয় মিলেছে। জানা গেছে, ওই বৃদ্ধার নিজের আত্মীয়স্বজন বলতে কেউ […]