এই মুহূর্তে জেলা

পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টিন সেন্টারে ঢোকানো নিয়ে অসন্তোষ ডোমজুড়ে। জখম একাধিক।

হাওড়া, ৯ জুন:- ভিন রাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টিন সেন্টারে রাখা নিয়ে এবার বিবাদে জড়িয়ে পড়ল দুই পাড়ার লোকজন। হাওড়ার ডোমজুড়ের শলপ বটতলায় এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে তুমুল অশান্তির সৃষ্টি হয়। গন্ডগোল চলাকালীন হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই পাড়ার বাসিন্দারা। এলাকায় ব্যাপক ইট বৃষ্টি হয়। ঘটনায় জখম হন একাধিক জন। ভিন রাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিকদের এখানে স্কুলবাড়িতে রাখা যাবে না বলে বাধা দেয় একপক্ষ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এসে মারধর করে বলেও অভিযোগ ওঠে। পুলিশের মারে বেশ কয়েকজন আহত হন বলে স্থানীয় সূত্রে খবর। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।